West Bengal Weather Update

নিম্নচাপ এগোচ্ছে, বুধবারের মধ্যেই সাগরে নতুন ঘূর্ণিঝড় তৈরি হবে! কী প্রভাব পড়বে বাংলার উপকূলে

সাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সোমবার এই নিম্নচাপ অঞ্চল নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১১:২৫
Share:

দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা। —ফাইল চিত্র।

বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝ়ড়ের ভ্রূকুটি। নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে আগামী সপ্তাহের মধ্যেই ঘূর্ণিঝ়ড় তৈরি হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার ফলে সংশ্লিষ্ট এলাকার সমুদ্র উত্তাল থাকবে। তবে এখনই তার খুব বড় কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপকূলে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে। ২৪ নভেম্বর, সোমবারের মধ্যে এই নিম্নচাপ অঞ্চল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে নিম্নচাপে পরিণত হবে। তার পর তার অভিমুখ হবে পশ্চিম-উত্তর পশ্চিম। ক্রমে সে দিকে এগিয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সমুদ্রের উপর ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না। আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নভেম্বরের শুরুর দিকে তাপমাত্রা যে ভাবে কমে গিয়েছিল, তা এই মুহূর্তে আর হবে না। পারদ এখন ঊর্ধ্বমুখী। পূর্বাভাস বলছে, আগামী অন্তত পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় কোনও হেরফের হবে না। আবহাওয়া সর্বত্র শুকনো থাকবে।

Advertisement

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement