Amit Shah

২ দিন পিছিয়ে সভা হচ্ছেই, রাজ্যে আসছেন অমিত শাহ

সভা ঘিরে অনিশ্চয়তা দেখা দেয় বুধবার, যখন নিজে টুইট করে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হওয়ার খবর দেন অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৯:০১
Share:

অমিত শাহ।—ফাইল চিত্র।

বাংলায় অমিত শাহর সভা হচ্ছেই। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতি অসুস্থ। তাই পিছিয়ে গেল সভার দিন ক্ষণ। নয়া সূচি অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি মালদহে প্রথম সভাটি করবেন শাহ। ২৩ জানুয়ারি সভা করবেন সিউড়ি ও ঝাড়গ্রামে। ২৪ জানুয়ারি সভা হবে জয়নগর ও কৃষ্ণনগরে। শুক্রবার জানিয়ে দিল রাজ্য বিজেপি।

Advertisement

আদালতের নির্দেশে বাংলায় রথযাত্রা থমকে গিয়েছে বিজেপির। তাতে মনোবল হারাচ্ছেন দলের কর্মীরা। তাঁদের চাঙ্গা করতেই সম্প্রতি অমিত শাহর দ্বারস্থ হন এ রাজ্যের বিজেপি নেতৃত্ব। স্থির হয়, ২০, ২১ ও ২২ জানুয়ারি, তিনদিনে বাংলায় মোট পাঁচটি সভা করবেন তিনি।

কিন্তু সভা ঘিরে অনিশ্চয়তা দেখা দেয় বুধবার, যখন নিজে টুইট করে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হওয়ার খবর দেন অমিত শাহ। শুরু হয় বিকল্প ভাবনা। যোগী আদিত্যনাথ, রাজনাথ সিংহ, কৈলাস বিজয়বর্গীয়দের মতো নেতাদের উড়িয়ে এনে মুখরক্ষা করা যায় কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। তবে ততদূর আর যেতে হল না। নির্ধআরিত সময়ের দু’দিন পরে হলেও, অমিত শাহের দর্শন পাবেন বিজেপি সমর্থকরা।

Advertisement

আরও পড়ুন: সাত উইকেটে জিতল ভারত, ইতিহাস গড়ে অস্ট্রেলিয়া ছাড়ছে বিরাট-বাহিনী​

আরও পড়ুন: রাফাল বিমানপিছু ১৮৬ কোটি টাকা বেশি দাম দিয়েছে মোদী সরকার, অভিযোগ চিদম্বরমের​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন