ভেস্তে গেল টেন্ডার, কংক্রিটের রাস্তা অধরাই উত্তর ভাটোরায়

স্বাধীনতার পরে এই প্রথম তাঁদের গ্রামে কংক্রিটের রাস্তার আশা দেখেছিলেন ভাটোরা পঞ্চায়েতের জয়পুরের উত্তর ভাটোরা গ্রামের মানুষ। রাস্তা তৈরির জন্য টেন্ডারও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেল। কেননা, টেন্ডারে কোনও ঠিকাদার সংস্থা যোগ দেয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জয়পুর শেষ আপডেট: ১২ মে ২০১৪ ০১:৩৯
Share:

স্বাধীনতার পরে এই প্রথম তাঁদের গ্রামে কংক্রিটের রাস্তার আশা দেখেছিলেন ভাটোরা পঞ্চায়েতের জয়পুরের উত্তর ভাটোরা গ্রামের মানুষ। রাস্তা তৈরির জন্য টেন্ডারও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেল। কেননা, টেন্ডারে কোনও ঠিকাদার সংস্থা যোগ দেয়নি।

Advertisement

রূপনারায়ণ ও মুণ্ডেশ্বরী নদী দিয়ে ঘেরা পঞ্চায়েতটি হাওড়ার দ্বীপাঞ্চল বলে পরিচিত। আজ পর্যন্ত এখানকার মানুষ কংক্রিটের রাস্তা দেখেননি। কোথাও কোথাও ইট পাতা রাস্তা থাকলেও বেশির ভাগই কাঁচা। স্থানীয় মানুষের দাবি মেনে সম্প্রতি গায়েনপাড়া খেয়াঘাট থেকে পানশিউলি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা কংক্রিটের করার পরিকল্পনা করে জেলা পরিষদ। এ জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দও করা হয়। ভাটোরা পঞ্চায়েত এবং জেলা পরিষদের যৌথ উদ্যোগে রাস্তাটি তৈরির কথা ছিল। শর্ত ছিল পঞ্চায়েত ইট পেতে দেবে। কংক্রিটের ঢালাই করবে জেলা পরিষদ। জেলা পরিষদ টেন্ডারও ডাকে। কিন্তু কোনও ঠিকা সংস্থাই তাতে যোগ দেয়নি।

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ঠিকা সংস্থাগুলি জানিয়েছে নদীপথে নির্মাণসামগ্রী বহন করতে হবে। এ জন্য প্রচুর খরচ হবে। যে টাকা বরাদ্দ করা হয়েছে তাতে তা সম্ভব নয়। টেন্ডার প্রক্রিয়া ভেস্তে যাওয়ায় আপাতত গোটা প্রক্রিয়া ভণ্ডুল হয়ে গিয়েছে। তবে ফের নতুন করে প্রকল্প করা হচ্ছে বলে জেলা পরিষদ সূত্রের খবর।

Advertisement

ভাটোরা পঞ্চায়েতের তৃণমূল নেতা অশোক গায়েন বলেন, “আমরা হতাশ। পঞ্চায়েতের তরফে ইট পাতার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু সবটাই জলে গেল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন