যুবকের নলিকাটা দেহ উদ্ধার

বাড়ির কাছেই মাঠ থেকে উদ্ধার হল এক যুবকের গলার নলিকাটা দেহ। সোমবার সকালে মগরাহাটের পশ্চিম বরত গ্রামে এই ঘটনায় নিহতের নাম সমীর নস্কর (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পেশায় সব্জি ব্যবসায়ী সমীর ও তাঁর স্ত্রী আল্পনাদেবী বাড়িতে রাতের খাবার তৈরি করছিলেন। সে সময়ে সমীরবাবুর মোবাইলে একটি ফোন আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৪ ০০:৩৯
Share:

বাড়ির কাছেই মাঠ থেকে উদ্ধার হল এক যুবকের গলার নলিকাটা দেহ। সোমবার সকালে মগরাহাটের পশ্চিম বরত গ্রামে এই ঘটনায় নিহতের নাম সমীর নস্কর (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পেশায় সব্জি ব্যবসায়ী সমীর ও তাঁর স্ত্রী আল্পনাদেবী বাড়িতে রাতের খাবার তৈরি করছিলেন। সে সময়ে সমীরবাবুর মোবাইলে একটি ফোন আসে। গ্রামের মাঠে একজন ডাকছে বলে বাড়ি থেকে বেরোন তিনি। দীর্ঘ ক্ষণ কেটে গেলেও সমীর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাতে আর কোনও খবর মেলেনি। সোমবার সকালে প্রতিবেশীরা মাঠে চাষের কাজ করতে যাওয়ার সময়ে সমীরের গলার নলিকাটা দেহ দেখতে পান।

Advertisement

পুলিশ দেহ উদ্ধার করতে এলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দেহ আটকে রাখেন বাসিন্দারা। পরে পুলিশ দাবি পূরণের আশ্বাস দিয়ে দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ময়না-তদন্তে পাঠায়।

সমীরের দাদা কালীদাস নস্কর জানান, ভাই নিরীহ ছেলে। কে বার কারা কেন তাঁকে খুন করল, পুলিশ তা তদন্ত করে দেখুক। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, সমীরের মোবাইল ফোনটি পাওয়া যায়নি। কী কারণে খুনের ঘটনা ঘটল, তা নিয়ে এখনও কোনও উত্তর নেই পুলিশের কাছেও। একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement