সংস্কার শুরু মজা খালের, বদলাবে ছবি

দীর্ঘ দিন সংস্কারের অভাবে মজে গিয়েছিল এলাকার নিকাশি খালগুলি। ফলে বর্ষায় জলমগ্ন হয়ে পড়ত এলাকা। শুরু হয়েছে খালগুলির সংস্কার। ফলে এই বর্ষায় বালির দুর্গাপুর-অভয়নগর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত-সহ আরও তিনটি পঞ্চায়েতের কিছু এলাকার জমা জলের সমস্যা এ বার মিটবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

Advertisement

শান্তনু ঘোষ

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০১৪ ০২:২০
Share:

চলছে খাল সংস্কার। ছবি: দীপঙ্কর মজুমদার।

দীর্ঘ দিন সংস্কারের অভাবে মজে গিয়েছিল এলাকার নিকাশি খালগুলি। ফলে বর্ষায় জলমগ্ন হয়ে পড়ত এলাকা। শুরু হয়েছে খালগুলির সংস্কার। ফলে এই বর্ষায় বালির দুর্গাপুর-অভয়নগর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত-সহ আরও তিনটি পঞ্চায়েতের কিছু এলাকার জমা জলের সমস্যা এ বার মিটবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

Advertisement

বালি জগাছা ব্লকের দুর্গাপুর-অভয়নগর ১ এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েত-সহ নিশ্চিন্দা, সাঁপুইপাড়া, বালি-র নিকাশির প্রধান মাধ্যমই ছিল বাইগাছি খাল। এই খালের সঙ্গে যুক্ত সুতি ও শেঁওড়াপোতা খালের কিছু অংশ। সংস্কারের অভাবে এই তিনটি খালই মজে গিয়েছে। সেচ দফতর ওই খাল তিনটির প্রায় অর্ধেক সংস্কার শেষ করেছে।

বাইগাছি খালটি ডানকুনি জলা থেকে শুরু হয়ে বালি খালে মিশেছে। আবার বালির সিসিআর ঝিল থেকে সুতি-২ খালটি শুরু হয়ে জাতীয় সড়কেই সুতি-১-এ মিশেছে। সেই খালটিই আবার হাওড়া-বধর্মান কর্ড শাখার রেল লাইনের পাশে বাইগাছি খালে গিয়ে মিশেছে। আর সুতি-৩ খালটি সিসিআর ঝিল থেকে শুরু হয়ে বালি খালে গিয়ে মিশেছে। শেঁওড়াপোতা খালটি কোনা পাম্পিং স্টেশন থেকে বালি খাল পর্যন্ত বিস্তীর্ণ।

Advertisement

বাসিন্দাদের অভিযোগ, ভারী বর্ষা হলে জল নামতে কমপক্ষে তিন-চার মাস লেগে যায়। বালি জগাছা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের সুভাষ রায় বলেন, “বিষয়টি সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নজরে আনি। তার পরেই সংস্কারের কাজ শুরু হয়েছে।”

সেচ দফতর সূত্রের খবর, বাইগাছি, সুতি, শেঁওড়াপোতা মিলিয়ে মোট ৬.৪ কিলোমিটার খাল রয়েছে। যার মধ্যে বাইগাছি খালের দৈর্ঘ্য হল ২.২ কিলোমিটার। এর মধ্যে ১.৫ কিলোমিটার খালের সংস্কারের কাজ শেষ হয়েছে। আবার ৭৫০ মিটার সুতি-১ নম্বর খালের কাজ শেষ হয়েছে। শেঁওড়াপোতার বালির দিকের প্রায় ৮৫০ মিটার অংশের কাজও হয়েছে। সেচ দফতরের এক কর্তা বলেন, “বর্ষার পরে ফের বাকি কাজগুলিতে হাত দেওয়া হবে। তবে শুধু নিকাশি খাল সংস্কারই নয়। এলাকার নিকাশির উন্নয়নে বালি স্টেশনের নীচ থেকে নিশ্চিন্দায় একটি বড় নর্দমা তৈরি করা হয়েছে।”

বাসিন্দারা জানান, দীর্ঘ দিন সংস্কারের অভাবে খালগুলিতে আবর্জনা ও পলি জমে মজে গিয়েছিল। চার দিকে আগাছার জঙ্গলে ভরে গিয়েছিল। সব মিলিয়ে খালগুলি নালার মতো হয়ে গিয়েছিল। সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে বর্ষায় বাসিন্দারা জলবন্দি হয়ে থাকতেন। প্রতি বছর বিক্ষোভের সময় স্থানীয় প্রশাসন প্রতিশ্রুতি দিত বর্ষা মিটলেই কাজ হবে। কিন্তু কিছুই হত না। খালগুলি সেচ দফতরের অধীনে হওয়ায় সংস্কারের কাজ করতে সুবিধা হয়েছে।” ম্যাপ অনুয়ায়ী খালগুলি পুনরায় কাটা হয়েছে। সেখান থেকে আবর্জনা ও পলি তুলে পাড় কংক্রিটে বাঁধানো হয়েছে। পরে সেখানে সৌন্দর্যায়নের পরিকল্পনা রয়েছে বলেও জানান সেচ কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন