দিলীপের হুমকির মুখে জ্যোতিপ্রিয়

দিলীপ ঘোষ মঙ্গলবার বলেন, ‘‘দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং ববি (ফিরহাদ) হাকিম, যাঁরা বার বার আমার নাম নিচ্ছেন, মুকুলদার নাম নিচ্ছেন, দলের নাম নিচ্ছেন, তাঁদের বলছি, কোনও বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে সারা বাংলায় আগুন জ্বালাব। জ্যোতিপ্রিয় কত বড় মন্ত্রী হয়েছেন, দেখে নেব।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৯
Share:

তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপরে হামলার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যাকাণ্ডে মুকুল রায়ের নামে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার বলেন, ‘‘দুই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং ববি (ফিরহাদ) হাকিম, যাঁরা বার বার আমার নাম নিচ্ছেন, মুকুলদার নাম নিচ্ছেন, দলের নাম নিচ্ছেন, তাঁদের বলছি, কোনও বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে সারা বাংলায় আগুন জ্বালাব। জ্যোতিপ্রিয় কত বড় মন্ত্রী হয়েছেন, দেখে নেব।’’ জ্যোতিপ্রিয়বাবু অবশ্য ওই হুমকিকে আমলই দিতে চাননি। তিনি বলেন, ‘‘দিলীপবাবু বরং, লোকসভা ভোটের পরে কোথায় থাকবেন, সেটা ঠিক করুন। উনি কোথায় কী করতে চান, করতে পারেন। আমিও রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ নিলাম। আবারও বলছি, সত্যজিৎ-খুনে অন্যতম অভিযুক্ত অভিজিৎ আরএসএস কর্মী। নেপথ্যে কোন নেতা আছেন, সেটা দেখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন