Dilip Ghosh

কাপড় কেটে মাস্ক বানান : দিলীপ

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনার সংক্রমণ ঠেকাতে মুখে আঁচল চাপা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মার্চ ২০২০ ০২:৩৮
Share:

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

করোনা নিয়ে আতঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে মুখ ঢাকা দেওয়ার মাস্কের আকাল। এই আবহে ওই ভাইরাসের সংক্রমণ এড়াতে বাড়িতেই পরিষ্কার কাপড় কেটে মাস্ক বানিয়ে ব্যবহার করার পরামর্শ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বৃহস্পতিবার বলেন, ‘‘আগে চিন থেকে সস্তায় প্রচুর মাস্ক আসত। কিন্তু এখন সেখানে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে তারাই ভারতে মাস্কের অর্ডার দিচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশের লোকেদের মাস্কের বিপুল চাহিদা। এত চাহিদা কী ভাবে মিটবে? শুধু চিনের অর্ডার সামলাতেই দু’-তিন মাস লেগে যাবে। সংস্থাগুলি কোটি কোটি মানুষকে মাস্ক সরবরাহ করতে পারছে না। তাই পরিষ্কার কাপড় কেটে সুতো বা দড়ি দিয়ে বাড়িতে মাস্ক বানিয়ে নেওয়া যেতে পারে।’’ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনার সংক্রমণ ঠেকাতে মুখে আঁচল চাপা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, করোনার সংক্রমণ এড়ানোর উপযুক্ত মাস্ক ‘এ এন- ৯৫’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন