‘নকশালদের খুঁজছি, পেলে রথের চাকায় পিষে দেব’, পাল্টা হুমকি দিলীপের

বিজেপির রথযাত্রার বিরুদ্ধে আগামী ১৫ ও ১৬ তারিখ একগুচ্ছ পরিকল্পনা নিয়ে বৈঠকে বসছে রাজ্যের বাম ও নকশালপন্থী গণ সংগঠনগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০৫:১৪
Share:

বাম ও নকশালপন্থী গণ সংগঠনগুলিকে পাল্টা ‘পিষে দেওয়া’র হুমকি দিলীপ ঘোষের। —ফাইল চিত্র।

বিজেপির রথযাত্রা নিয়ে চড়ছে পারদ। পথে নামার হুঁশিয়ারি দিল রাজ্যের বাম ও নকশালপন্থী গণ সংগঠনগুলি। পাল্টা ‘পিষে দেওয়া’র হুমকি দিলীপ ঘোষের। মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘‘রাজ্যে শান্তি বজায় রাখতে সরকার সমস্ত ব্যবস্থা করবে। উড়ে এসে জুড়ে বসে নকশালরা অশান্তি বাধানোর চেষ্টা করবেন না।’’

Advertisement

বিজেপির রথযাত্রার বিরুদ্ধে আগামী ১৫ ও ১৬ তারিখ একগুচ্ছ পরিকল্পনা নিয়ে বৈঠকে বসছে রাজ্যের বাম ও নকশালপন্থী গণ সংগঠনগুলি। রাজ্য বিজেপির সভাপতির হুমকি, ‘‘ওদের আমরা খুঁজছি। রাস্তায় পেলে রথের চাকায় পিষে দেব।’’ নকশালপন্থী সংগঠনগুলির হুঁশিয়ারি, ‘‘এটা বাংলা। আমরা দেখব, কী ভাবে ওরা আমাদের পিষে দেয়।’’

তৃণমূলের একাংশের বক্তব্য, বিজেপির রথ এবং নকশালদের পরিকল্পনায় স্পষ্ট, রথ ঘিরে ‘নৈরাজ্য’ তৈরির চেষ্টা হবে। বিক্ষোভের আড়ালে বিজেপির রথকেই আসলে ‘প্রশ্রয়’ দেওয়া হবে। মানবাধিকার সংগঠন এপিডিআর জানায়, নৈরাজ্য ঠেকাতে রথের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে। রথ আটকানোর জন্য সরকারের উপরেও চাপ সৃষ্টি করা হবে। সূত্রের খবর, ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে মনে রেখে শহরে একটি বড় মিছিলের আয়োজন হবে। আহ্বান জানানো হবে বিশিষ্টজনেদের।

Advertisement

আরও পড়ুন: ৫১ দিন পর খুলল দাড়িভিট স্কুল, ঘর সাফাই-ই এখন পরীক্ষা

এপিডিআর-এর সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত শূর জানান, ‘‘নভেম্বর জুড়ে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির রথের বিরুদ্ধে প্রচার চালাব। আইনি পদক্ষেপের পরিকল্পনাও আছে।’’ এপিডিআর না চাইলেও, নকশালপন্থী কোনও কোনও সংগঠন সরাসরি রাস্তায় নেমে ‘সংঘর্ষ’ এর পথে যেতে চাইছে। বৈঠকে তারও রফাসূত্র খোঁজা হবে বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement