শনিবার মারিশদার কাছে সেতু ভেঙে পড়ে যান চলাচল বন্ধ জাতীয় সড়কে। —নিজস্ব চিত্র।
১১৬বি জাতীয় সড়কে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। যার জেরে সপ্তাহান্তে সম্পূর্ণ বন্ধ কলকাতা-দিঘা সরাসরি যোগাযোগ। শনিবার দুপুরে মারিশদা থানায় এলাকার কাছে ঘটনাটি ঘটে। সেতুটি জাতীয় সড়কের উপরেই রয়েছে। সেই সেতু ভেঙে পড়ায় স্বাভাবিক ভাবেই সড়কপথে যান চলাচল বন্ধ। তবে বিকল্প পথের ব্যবস্থা করেছে পুলিশ।
সপ্তাহের শেষে ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য অনেকেরই প্রথম পছন্দ দিঘা। তার মধ্যেই এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সেতু ভেঙে পড়ায় কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পবিস্তর জখমও হয়েছেন কয়েকটি গাড়ির যাত্রীরা। ঘটনার পরেই এলাকায় যানজট তৈরি হয়। ঘটনার সময় জাতীয় সড়কে পর্যটকদের গাড়িও ছিল।
সেতু ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান প্রশাসনের আধিকারিকেরা। খবর দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামল মণ্ডল জানান, এই ঘটনার জেরে রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে প়ড়েছে। ফলে আপাতত কলকাতা ও দিঘার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যাহত।
তবে বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কোলাঘাট থেকে দিঘাগামী গাড়িগুলিকে ১১৬বি জাতীয় সড়কের বাজকুল থেকে ভগবানপুরের দিকে এবং হেঁড়িয়া থেকে ভূপতিনগর হয়ে এগরার দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে কাঁথি হয়ে দিঘায় যাওয়া যাবে। অন্য দিকে, কাঁথি থেকে কলকাতাগামী গাড়িগুলিকে এগরার দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে খড়্গপুরগামী রাস্তা ধরে বা ভগবানপুরের রাস্তা ধরে কোলাঘাটের দিকে যাওয়া যাবে।