এসআরএফটিআই-এর অধিকর্তা ও রেজিস্ট্রারের ইস্তফা

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর অধিকর্তার পদ থেকে ইস্তফা দিলেন দেবাঞ্জন চক্রবর্তী। একই সঙ্গে পদত্যাগ করলেন ওই ফিল্ম স্কুলের রেজিস্ট্রার অনিন্দ্য আচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ২১:৩৪
Share:

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর অধিকর্তার পদ থেকে ইস্তফা দিলেন দেবাঞ্জন চক্রবর্তী। একই সঙ্গে পদত্যাগ করলেন ওই ফিল্ম স্কুলের রেজিস্ট্রার অনিন্দ্য আচার্য।

Advertisement

ইনস্টিটিউট সূত্রের খবর, অধিকর্তা ইস্তফা দেন বৃহস্পতিবার। আর রেজিস্ট্রার ইস্তফা দেন শুক্রবার সকালে। সূত্রের খবর, দু’জনের পদত্যাগপত্র কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকে গৃহীত হয়েছে।

ইনস্টিটিউটের মধ্যে যখন ছাত্রীদের শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে, সেই সময়ে অধিকর্তা ও রেজিস্ট্রার পদত্যাগ করলেন কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও দেবাঞ্জনবাবু ও অনিন্দ্যবাবু, কেউই এই নিয়ে কিছু বলতে রাজি হননি।

Advertisement

ইনস্টিটিউটের চেয়ারম্যান পার্থ ঘোষ এ দিন জানান, পিআইবি-র পাশাপাশি এসআরএফটিআই-এর অধিকর্তার কাজ যৌথ ভাবে সামলাচ্ছিলেন দেবাঞ্জন চক্রবর্তী। কিন্তু দু’টো দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর উপর অনেক চাপ পড়ছিল। সে কথাই ইস্তফার কারণ হিসেবে দেবাঞ্জনবাবু লিখেছেন বলে পার্থবাবু জানান। চেয়ারম্যানের বক্তব্য, ‘‘অনিন্দ্য আচার্য জানিয়েছেন, এখন ইনস্টিটিউটের ভিতরে যে পরিস্থিতি, তাতে তিনি এখানে কাজ করতে চান না এবং সেই জন্য অব্যাহতি চেয়েছেন।’’

আপাতত স্থায়ী অধিকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত ইনস্টিটিউটেরই এক শিক্ষক অমরেশ চক্রবর্তী অস্থায়ী অধিকর্তার পদ সামলাবেন বলে ইনস্টিটিউট সূত্রের খবর। অধিকর্তার পদে নিয়োগের আগামী সপ্তাহে দিল্লিতে জন্য ইন্টারভিউ হবে। তবে রেজিস্ট্রারের দায়িত্ব কে সামলাবেন, সেটা এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: হেনস্থা, হত্যার হুমকিতে উত্তপ্ত ফিল্ম ইনস্টিটিউট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement