Coronavirus

বেসরকারি হাসপাতালে বিজ্ঞাপনে জেলাশাসক

জেলাশাসকের বক্তব্য, ‘‘সনকা হাসপাতাল আমার সাক্ষাৎকার, ছবি ওদের বিজ্ঞাপনে ব্যবহার করছে বলে জানতাম না।’’

Advertisement

পারিজাত বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ০৩:১৪
Share:

এস অরুণপ্রসাদ

বেসরকারি মেডিক্যাল কলেজের বিজ্ঞাপনের প্রধান মুখ খোদ জেলাশাসক! ‘শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে অবস্থিত। সম্প্রতি বিভিন্ন প্রচারমাধ্যমে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে, জেলাশাসক এস অরুণপ্রসাদ জানাচ্ছেন, কোভিড আক্রান্ত হয়ে ওই মেডিক্যাল কলেজে তিনি ভর্তি হয়েছিলেন এবং সেখানে খুব ভাল চিকিৎসা হয়েছে। যদিও প্রশাসনিক মহলের মতে, সরকারি কোনও অফিসার, বিশেষত এত উচ্চপদস্থ কেউ সার্ভিস রুল অনুযায়ী, কোনও বেসরকারি জায়গায় জন্য এই রকম বিজ্ঞাপন করতে পারেন না।

Advertisement

জেলাশাসকের বক্তব্য, ‘‘সনকা হাসপাতাল আমার সাক্ষাৎকার, ছবি ওদের বিজ্ঞাপনে ব্যবহার করছে বলে জানতাম না।’’ তিনি আরও বলেন, ‘‘আমার চিকিৎসা হয়েছিল সনকা হাসপাতালে। ওরা ফিডব্যাকের জন্য আমার সাক্ষাৎকার ভিডিয়ো রেকর্ডিং করেন। আমার ছবিও তোলেন। আমি ভেবেছিলাম ওরা নিজেদের সংগ্রহের জন্য রাখবে, বিজ্ঞাপনে ব্যবহার করবে জানতাম না। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলে ব্যবস্থা নেব।’’

বিনা অনুমতিতে জেলাশাসকের নাম, ছবি ও বক্তব্য কেন বিজ্ঞাপনে ব্যবহার করলেন? সনকা মেডিক্যাল কলেজের তরফে চিফ অপারেটিং অফিসার চিকিৎসক বোনাপার্ট চৌধুরীর দাবি, ‘‘কোভিডের শুরুর সময় আমরাই প্রথম যেচে আমাদের হাসপাতাল সরকারের কাছে ছেড়ে দিয়েছিলাম কোভিড হাসপাতাল করার জন্য। বাঁকুড়ার জেলাশাসক এস অরুণপ্রসাদ এবং আরও বিভিন্ন জেলার প্রচুর এসডিও ও সরকারি অফিসার আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়েছেন। তাঁরা আমাদের পরিষেবায় খুশি হয়েই সাক্ষাৎকার দিয়েছেন। আমরা যখন তা প্রচার করতে চেয়েছি, তখন তাঁদের জানিয়েছি। এবং তাঁরা বলেছেন, উপরমহলের অনুমতি রয়েছে। প্রচার করা যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement