গুজরাত নিয়ে না ভেবে দল বাড়ান: মুখ্যমন্ত্রী

গুজরাতে বিজেপি যদি জেতেও, তাতে চিন্তিত হওয়ার কিছু নেই বলে দলীয় নেতাদের আশ্বস্ত করল‌েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের বৈঠকে মমতা বলেন, গুজরাতে বিজেপির শক্তি বেশি। ঠিক তৃণমূলের যেমন পশ্চিমবঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ০৩:২৮
Share:

গুজরাতে বিজেপি যদি জেতেও, তাতে চিন্তিত হওয়ার কিছু নেই বলে দলীয় নেতাদের আশ্বস্ত করল‌েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শুক্রবার দলের বৈঠকে মমতা বলেন, গুজরাতে বিজেপির শক্তি বেশি। ঠিক তৃণমূলের যেমন পশ্চিমবঙ্গে। তাই গুজরাতে বিজেপি জিতলেও আগামী দিনে রাজস্থান বা মধ্যপ্রদেশের মতো রাজ্যে বিজেপি সন্তোষজনক ফল করতে পারবে না বলে মমতা বৈঠকে মন্তব্য করেছেন।

পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যেও বিজেপি বিরোধিতায় সুর চড়াতে হবে বলে দলীয় পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছেন নেত্রী। আগামী ২৪ জানুয়ারি নেতাজি ইন্ডোরে ছাত্র-যুব সমাবেশে অন্যান্য রাজ্য থেকে প্রতিনিধি আনতে সব্যসাচী দত্ত ও অর্জুন সিংহের মতো নেতাদের দায়িত্বও দিয়েছেন তিনি। ওই সম্মেলনের প্রস্তুতিতে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে আলাদা ভাবে ছাত্র-যুবদের নিয়ে ঘনঘন বৈঠক করার নির্দেশ দিয়েছেন নেত্রী। ছাত্র-যুবদের উপর এ বার আলাদা ভাবে পঞ্চায়েত ভোটের বাড়তি ‘দায়িত্ব’ দিতে চান মমতা।

Advertisement

পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে গ্রামে গ্রামে মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক কাজের মধ্য দিয়ে জনসংযোগ বাড়ানোর পরামর্শও দিয়েছেন নেত্রী। সঙ্গে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পকে হাতিয়ার করে প্রচারে জোর দিতেও বলেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন