মানুষের ভুলেই দমদমে ট্রেন দুর্ঘটনা, রিপোর্ট

যান্ত্রিক ত্রুটি নয়, মানুষের ভুলেই বড়দিনের রাতে যাত্রী বোঝাই আপ মাঝেরহাট-নৈহাটি লোকাল ট্রেনটি দমদমে লাইনচ্যুত হয়েছিল। দুর্ঘটনার তদন্তে নেমে এমন তথ্যই পেয়েছেন পূর্ব রেলের কর্তারা। এই ঘটনায় প্রাথমিক ভাবে দায়ী করে দমদমের এক সিগন্যাল ইনস্পেক্টরকে শো’কজ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ২০:৩৩
Share:

যান্ত্রিক ত্রুটি নয়, মানুষের ভুলেই বড়দিনের রাতে যাত্রী বোঝাই আপ মাঝেরহাট-নৈহাটি লোকাল ট্রেনটি দমদমে লাইনচ্যুত হয়েছিল। দুর্ঘটনার তদন্তে নেমে এমন তথ্যই পেয়েছেন পূর্ব রেলের কর্তারা। এই ঘটনায় প্রাথমিক ভাবে দায়ী করে দমদমের এক সিগন্যাল ইনস্পেক্টরকে শো’কজ করা হয়েছে।

Advertisement

রেল সূত্রের খবর, ২৫ ডিসেম্বর রাতে নৈহাটিগামী লোকাল ট্রেনটি কলকাতা স্টেশন ছেড়ে যখন দমদম স্টেশনের দিকে যাচ্ছিল সেই সময় পাতিপুকুর পেরনোর পরেই ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এ দুর্ঘটনার কারণ খুঁজতে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই তদন্ত রিপোর্টেই দমদমের সিগন্যাল ইনস্পেক্টরের গাফিলতি ধরা পড়েছে।

তবে এই তদন্ত রির্পোট নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাঁদের বক্তব্য, দমদমে সিগন্যাল ও পয়েন্ট যে প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় সেই প্রযুক্তি একদম নতুন। শুধু তাই নয়, ওই রুট রিলে ইন্টারলক ব্যবস্থা এমনই যে কর্মীরা ভুল করলেও ওই যন্ত্র কিন্তু ভুল করবে না। ভুল হলে বিষয়টি রেকর্ড হয়ে থাকবে। প্রয়োজনে সিগন্যাল লাল হয়ে থাকবে। এক জন সিগন্যাল ইনস্পেক্টরের ত্রুটি দেখিয়ে রেলকর্তারা নিজেদের দায় এড়াচ্ছেন কী না রেলকর্মীদের একাংশ সেই প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, ওই যন্ত্রেই কোথাও গোলযোগ রয়েছে। সেটা প্রকাশ্যে যাতে না আসে, তার জন্যই এক জন সাধারণ কর্মীকে দায়ী করা হল।

Advertisement

রেলকর্তারা অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন