অবসরের দিন থেকেই ই-পেনশন

পেনশন পেতে জুতোর সুখতলা খুইয়ে ফেলার দিন শেষ হতে চলেছে। শিক্ষক-শিক্ষিকা, পুর ও পঞ্চায়েতের কর্মীদের অবসরের দিন থেকেই ই-পেনশন চালু করছে অর্থ দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০৩:০২
Share:

পেনশন পেতে জুতোর সুখতলা খুইয়ে ফেলার দিন শেষ হতে চলেছে। শিক্ষক-শিক্ষিকা, পুর ও পঞ্চায়েতের কর্মীদের অবসরের দিন থেকেই ই-পেনশন চালু করছে অর্থ দফতর।

Advertisement

রাজ্যের অর্থ দফতরের সমীক্ষা বলছে, অবসরের পরে এখন পেনশন পেতে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মরতদের কালঘাম ছুটে যায়। কোনও কোনও ক্ষেত্রে শিক্ষকদের পেনশন পেতে গড়িয়ে যায় দু’তিনটি বছরও। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সেই সমস্যা অনেকটাই কম। তাঁরা সরাসরি এজি-র অফিস থেকে পেনশন পান। কিন্তু ১০ লক্ষ কর্মীর মধ্যে মাত্র সাড়ে তিন লক্ষ সরকারি কর্মচারী। বাকিরা শিক্ষক-শিক্ষিকা, পঞ্চায়েত-পুরসভার কর্মী বা বিভিন্ন সরকার পোষিত সংস্থার চাকুরে। তাঁদের জন্যই নতুন এই ব্যবস্থা।

অর্থ দফতরের খবর, ফি-বছর ২৫-৩০ হাজার কর্মী অবসর নেন। কিন্তু ঠিক সময়ে পেনশন পান না। তাই এ বার থেকে অবসরের ছ’মাস আগে ই-পেনশন পোর্টালে নিজেদের তথ্য দিতে হবে কর্মীদের। একই তথ্য তাঁর নিয়ন্ত্রক অফিস থেকেও দেওয়ার ব্যবস্থা হচ্ছে। দু’তরফের তথ্য পাওয়ার পরে তা মিলিয়ে দেখবে কম্পিউটার। সব কিছু মিলে গেলে পেনশন চালু করার আগে এক বার মাত্র ‘ভেরিফিকেশন’ বা যাচাই হবে। তার পরেই চালু হয়ে যাবে পেনশন। যদি কোনও তথ্যে ভুল ধরা পড়ে, এসএমএস অ্যালার্ট এবং ই-মেল করে তা জানানো হবে প্রাপকদের। স্বয়ংক্রিয় ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্মীর কাছে তথ্য চাওয়া হবে। অর্থ দফতরের এক কর্তা জানান, এই ব্যবস্থা চালু হলে পেনশন ডিরেক্টরেটের ঘুঘুর বাসা ভাঙা যাবে বলে আশা করা হচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের আর পেনশনের কাগজ নিয়ে বারবার কলকাতায় দৌড়ে আসতে হবে না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন