শুভাকে চরম নোটিস দিতে চলেছে ইডি

নতুন করে শুভাপ্রসন্ন ভট্টাচার্যের কাছে নোটিস পাঠানোর তোড়জোড় শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবং ওই কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, এটাই হবে চিত্রশিল্পীর কাছে ইডি-র তরফে পাঠানো শেষ নোটিস। এর পরে শুভাপ্রসন্ন হাজির না-হলে তাঁকে গ্রেফতার করা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৪ ০৩:৩০
Share:

নতুন করে শুভাপ্রসন্ন ভট্টাচার্যের কাছে নোটিস পাঠানোর তোড়জোড় শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবং ওই কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, এটাই হবে চিত্রশিল্পীর কাছে ইডি-র তরফে পাঠানো শেষ নোটিস। এর পরে শুভাপ্রসন্ন হাজির না-হলে তাঁকে গ্রেফতার করা হতে পারে।

Advertisement

এর আগে এক বার নথিপত্র জমা দেওয়ার জন্য এবং এক বার সশরীর হাজির থাকার জন্য শুভাপ্রসন্নের কাছে নোটিস পাঠিয়েছিল ইডি। যে-তারিখের মধ্যে তাঁর নথি জমা দেওয়ার কথা ছিল, তার কয়েক দিন পরে তিনি কিছু নথি জমা দেন। কিন্তু সশরীর হাজিরার নোটিস পেয়েও তিনি ইডি দফতরে যাননি। বরং তখন দিল্লি চলে যান।

চালু না-হওয়া একটি সংবাদ চ্যানেল তিনি বাজারদরের তুলনায় অনেক বেশি টাকায় সারদার কর্ণধার সুদীপ্ত সেনের কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে শুভাপ্রসন্নের বিরুদ্ধে। তাই সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারি নিয়ে ইডি এবং সিবিআই তদন্তে নামার পরে ওই দুই সংস্থার তদন্তকারীরাই কথা বলতে চান তাঁর সঙ্গে। আগে কয়েক বার সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন তিনি। কিন্তু তার পরে নোটিস পাঠানো সত্ত্বেও তিনি আর যাননি বলে ইডি-র খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement