Anubrata Mondal

ইডি প্রতিলিপি পায়নি, অনুব্রতের ‘দ্রুত শুনানি’র আর্জি পিছোল কলকাতা হাই কোর্টে

গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। তা নিয়ে দিল্লি হাই কোর্টেও মামলা চলছে। তার মধ্যেই উচ্চ আদালতে ইডির মামলা খারিজের আর্জি জানান অনুব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ ১৪:০৯
Share:

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি।

তাঁর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মামলা খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। সেই মামলার প্রতিলিপি এখনও হাতে পায়নি তদন্তকারী সংস্থা। সোমবার উচ্চ আদালতে মামলার শুনানিতে এমনই জানাল ইডি। অনুব্রত এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু ইডিকে আদালত সময় দেওয়ায় সেই প্রক্রিয়া আরও বিলম্বিত হল।

Advertisement

গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। তা নিয়ে দিল্লি হাই কোর্টেও মামলা চলছে। তার মধ্যেই উচ্চ আদালতে ইডির মামলা খারিজের আর্জি জানান অনুব্রত। সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের অবস্থান জানাতে বলেছিল উচ্চ আদালত। সোমবার আদালতে ইডি জানায়, তারা এখনও মামলার প্রতিলিপি হাতে পায়নি। তাই, নিজেদের অবস্থান জানাতে আরও কিছুটা সময় চাইল তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ২টোয় মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান বিচারপতি বিবেক চৌধুরী। সোমবারের শুনানিতে তৃণমূল নেতার হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল।

শুধু ইডির মামলা খারিজের আর্জি নয়, হাই কোর্টে জামিনেরও আর্জি জানিয়েছেন অনুব্রত। আইনজীবী মহলের একাংশের পর্যবেক্ষণ, এই জোড়া আর্জির পিছনে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির আইনজীবীদের বিশেষ কৌশল থাকতে পারে। সিবিআইয়ের মামলায় আসানসোল সংশোধনাগারে একশো দিন পার করেছেন অনুব্রত। সে ক্ষেত্রে তিনি জামিনও পেতে পারেন বলেই অনেকে মনে করছেন। সেই সঙ্গে আটকানো যেতে পারে তাঁর দিল্লিযাত্রাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন