হাতে টাকা তবুও রাস্তায় গর্ত, শাস্তি ৮ ইঞ্জিনিয়ারের

কাজ করলে পুরস্কার, না পারলে তিরস্কারের নীতি  মেনেই চলে  পেশাদার কর্পোরেট সংস্থা। সরকারি দফতরে সেই পথে পদক্ষেপ একপ্রকার বিস্ময়ের ব্যাপার। কিন্তু তেমনই কর্পোরেট নীতি অনুসরণ করতে শুরু করেছে রাজ্যের পূর্ত দফতর।

Advertisement

জগন্নাথ চট্টোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১১
Share:

প্রতীকী ছবি।

কাজ করলে পুরস্কার, না পারলে তিরস্কারের নীতি মেনেই চলে পেশাদার কর্পোরেট সংস্থা। সরকারি দফতরে সেই পথে পদক্ষেপ একপ্রকার বিস্ময়ের ব্যাপার। কিন্তু তেমনই কর্পোরেট নীতি অনুসরণ করতে শুরু করেছে রাজ্যের পূর্ত দফতর।

Advertisement

নিম্নমানের রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভিযোগে দফতরের আট ইঞ্জিনিয়ারকে অতি সম্প্রতি সাময়িকভাবে বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্তও। পাশাপাশি ভাল কাজের জন্য আজ, শনিবার নবান্ন সভাঘরে ১০ জন ইঞ্জিনিয়ারকে পুরস্কার দেবেন পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। যদিও পূর্ত দফতরের অন্দরে ভাল কাজের পুরস্কারের চেয়েও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে আট জন সিনিয়র ইঞ্জিনিয়ারের শাস্তির বিষয়টি। অনেকেই এর মধ্যে পূর্ত দফতরে আমলাতন্ত্র বনাম ইঞ্জিনিয়ারদের অঘোষিত যুদ্ধের ছায়া দেখছেন। যদিও এ সব নিয়ে মন্তব্য করতে চাননি পূর্ত মন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে নদিয়া গিয়েছিলেন। সেই প্রশাসনিক বৈঠকের আগে পূর্ত সচিব ইন্দিবর পাণ্ডে নদিয়া গিয়ে রাস্তার হালহকিকত দেখতে বেরিয়েছিলেন। দফতরের খবর, কৃষ্ণনগর থেকে রাস্তার মানচিত্র নিয়ে অতর্কিতে টহল শুরু করেন পূর্ত সচিব। আর তাতেই ধরা পড়ে নানা গলদ। পলাশি-বেতাই এবং কৃষ্ণনদর-করিমপুর-জলঙ্গি রাস্তার শোচনীয় হাল দেখে ফিরে আসেন পূর্ত সচিব। খোঁজ নিয়ে দেখেন পূর্ত দফতরের ওই ডিভিশনগুলির হাতে টাকা পড়ে রয়েছে। আর রাস্তাগুলি এক বছর আগে সারানো হলেও এর মধ্যেই গর্ত হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী রাস্তা সারাইয়ের পর তিন বছর তার রক্ষণাবেক্ষণের দায় ঠিকাদার সংস্থার। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা রাস্তার বেহাল অবস্থার কোনও যুক্তিগ্রাহ্য জবাব দিতে না পারায় শাস্তির সিদ্ধান্ত নেন পূর্ত সচিব।

Advertisement

দফতরের খবর, পলাশিরএক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আরও দুই জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চালু করেছে

দফতর। সেই সঙ্গে নদিয়া হাইওয়ে বিভাগের তিন সুপারিন্টেন্ডেন ইঞ্জিনিয়ার এবং একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

পূর্ত সচিব ইন্দিবর পাণ্ডের বক্তব্য,‘‘অনেক টাকা রয়েছে, তার পরেও ওই রাস্তাগুলিতে কোনও রক্ষণাবেক্ষণ হয়নি। পলাশি-বেতাই রাস্তা সারাইয়ের এক বছরের মধ্যে গর্তে ভরে গিয়েছে। এ সব বরদাস্ত করা হবে না।’’ তাঁর আরও সংযোজন,‘‘ভাল অফিসারদের যেমন সম্মান দেওয়া হবে, খারাপদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’’ সচিব জানান, নদিয়াই প্রথম নয়, এর আগে ভেদিয়া-বোলপুর রাস্তা খারাপ থাকায় দুই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। ঠিকাদার সংস্থাকে বাতিল করা হয়েছে। ভবিষ্যতেও এমন চলবে। তিনি আরও জানান, আগামীকাল রবিবার মুর্শিদাবাদে গিয়েও তিনি রাস্তার হাল দেখতে পথে নামবেন। সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সচিবের আগাম টহলদারির খবরে তাই এখন থেকেই বুক দুরু দুরু দফতরের কর্তাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন