SIR in West Bengal

মঙ্গলবার প্রকাশ হতে চলেছে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা, আগের দিন থেকেই নাম দেখে নেওয়া যাচ্ছে বিএলও অ্যাপে

খসড়া তালিকার আনুষ্ঠানিক প্রকাশের আগে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে কমিশনের দফতরে। কমিশন সূত্রে খবর, ওই তালিকায় কাদের নাম রয়েছে, তা ইতিমধ্যে বিএলও অ্যাপে দেখা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৬
Share:

খসড়া তালিকায় কাদের নাম রয়েছে, তা বিএলও অ্যাপে দেখা যাচ্ছে এখন থেকেই। — ফাইল চিত্র।

আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হয়নি এখনও। তবে বুথস্তরের আধিকারিক (বিএলও)-দের ব্যবহারের জন্য তৈরি বিএলও অ্যাপে ইতিমধ্যে চলে এসেছে খসড়া তালিকা। সেই তালিকা এখন থেকেই দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশন নিযুক্ত বিএলও-রা। যদিও সর্বসাধারণের জন্য তালিকা প্রকাশ হবে মঙ্গলবার।

Advertisement

খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে সেখানে নাম রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার জন্য ভোটারদের পরামর্শ দিয়েছে কমিশন। কী ভাবে তা যাচাই করা যাবে, তা-ও জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, ভোটারেরা বিএলও-দের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করতে পারবেন। কমিশনের ‘ইসিআইনেট’ মোবাইল অ্যাপ থেকেও তা জানা যাবে। এ ছাড়া কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর ওয়েবসাইট থেকেও তা যাচাই করে নিতে পারবেন ভোটারেরা।

খসড়া তালিকার আনুষ্ঠানিক প্রকাশের আগে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে কমিশনের দফতরে। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে বিএলও অ্যাপে সেই খসড়া তালিকা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট বুথ ধরে ধরে ভোটারদের নামের তালিকা দেখা যাচ্ছে সেখানে। সূত্রের খবর, যাঁরা এনুমারেশন ফর্ম শুধুমাত্র সই করে জমা দিয়েছেন, তাঁদেরও নাম থাকবে কমিশনের খসড়া তালিকায়।

Advertisement

কেবল মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ যাচ্ছে এই তালিকা থেকে। এ ছাড়া অনেকে এমনও রয়েছেন, যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেননি। অর্থাৎ, তাঁরা ভোটার হতে চান না। এই নামগুলি খসড়া তালিকা থেকে বাদ পড়ছে। সব মিলিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত এই সংখ্যাটি ছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন। কমিশন সূত্রে খবর, এ ছাড়া খসড়া তালিকায় সকলেরই নাম থাকার কথা।

গত ২৭ অক্টোবর রাজ্যে এসআইআরের দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। সে দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। কমিশন জানিয়েছে, মোট ভোটারের নামে এনুমারেশন ফর্ম ছাপানো হয়েছিল। তাঁদের প্রত্যেকের কাছেই ফর্ম নিয়ে গিয়েছিলেন বুথ স্তরের অফিসার(বিএলও)-রা। যে নামগুলি সরাসরি বাদ পড়েছে (মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, একাধিক জায়গায় নাম এবং যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেননি) পড়েছে, সেগুলি বাদে সকলেরই নাম খসড়া তালিকায় ওঠার কথা।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর ইতিমধ্যে জেলাস্তরে ওয়েবসাইট প্রকাশ করেছে। সেখানে গিয়েও নিজেদের নাম দেখতে পারবেন সংশ্লিষ্ট জেলার ভোটারেরা। এই তালিকা প্রকাশের পরে সেখান থেকে অনেকেরই ডাক পড়বে কমিশনের শুনানিতে। তার ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত তালিকা।

ভোটকর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, “যাঁরা কমিশনের শুনানিতে ডাক পাবেন, তাঁদের কাছে বিএলও-দের নোটিস পৌঁছে দিতে হবে। শুনানি শুরু হলে যাঁরা ভুল তথ্য দিয়েছেন, তাঁদের বিষয়টি কী ভাবে কমিশন সমাধান করবে, তা নিয়ে শনিবার একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। আশা করি, শুনানিতে কাদের ডাকা হবে, সেই তালিকাও আজকেই চলে আসবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement