চার পায়ে শিকল বাঁধা অবস্থায় প্রায় দেড় মাস বন্দি থাকার পরে সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়া বাঁকুড়ার সেই ‘গুণ্ডা’ হাতিটি মারাই গেল। বুধবার সন্ধ্যায় গরুমারা জাতীয় উদ্যানের ধূপঝোরায় কুনকি হাতিদের আস্তানা মারা যায় হাতিটি। বনমন্ত্রী বিনয় বর্মন বলেন, ‘‘বিষয়টি দুর্ভাগ্যজনক।’’