শোভন-বৈশাখীর তথ্য পেতে সাধন পাণ্ডের মেয়েকে জেরা ইডি-র

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে আরও তথ্য পেতেই শ্রেয়াকে তলব করা হয়েছিল বলে ইডি সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৫:২১
Share:

ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে

বেআইনি লগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক কেলেঙ্কারির মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ বার নারদ-কাণ্ডেও রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করল তারা। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে আরও তথ্য পেতেই শ্রেয়াকে তলব করা হয়েছিল বলে ইডি সূত্রের খবর।

Advertisement

শোভনবাবু নারদ-কাণ্ডে অন্যতম অভিযুক্ত। ইডি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শোভনবাবু এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ডেকে জেরা করেন তদন্তকারীরা। সেই জেরার সময়েই উঠে আসে শ্রেয়ার নাম। শোভনবাবুদের সঙ্গে শ্রেয়াদের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। তাই তদন্তকারীদের আশা, শোভনবাবু এবং তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সম্পত্তি ও অন্যান্য বিষয়ে আলোকপাত করতে পারেন শ্রেয়া। প্রাক্ত মেয়রের সঙ্গে শ্রেয়ার কোনও লেনদেন হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

চলতি মাসের গোড়ায় তাঁর যাবতীয় ব্যাঙ্ক লেনদেনের সবিস্তার তথ্য, আয়কর রিটার্নের তথ্য নিয়ে শ্রেয়াকে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সেই সময় শ্রেয়া জানান, ব্যাঙ্কের যাবতীয় নথি তিনি পাননি, তাই এখনই ইডি-র দফতরে হাজির হচ্ছেন না। তার পরে বৃহস্পতিবার সকালে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজির হন। তাঁর সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা হয় ইডি অফিসারদের। রোজ ভ্যালি নিয়ে তদন্তেও শ্রেয়ার ব্যাঙ্ক নথি চেয়ে পাঠানো হয়েছিল।

Advertisement

ইডি-র দফতর থেকে বেরিয়ে শ্রেয়া এ দিন বলেন, ‘‘প্রাক্তন মেয়রের এক বান্ধবী আমার সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলেন বলে আমি এখানে এসে জানতে পারি। সেই সব তথ্য যে ঠিক নয়, সেই সংক্রান্ত প্রামাণ্য নথি ইডি-র অফিসারদের কাছে দিয়ে এসেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement