SIR in West Bengal

প্রযুক্তিগত সমস্যা! মঙ্গলবার অনলাইনে এনুমারেশন ফর্ম মিলবে না, কবে পাওয়া যাবে স্পষ্ট করতে পারল না কমিশন

কমিশন সূত্রে খবর, মঙ্গলবার থেকে বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বিএলও-রা। কিন্তু মঙ্গলবার থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম পাওয়া যাবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২১:৫৮
Share:

মঙ্গলবার অনলাইনে আবেদন করা যাবে না। ছবি: এআই সহায়তায় প্রণীত।

পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বুথ স্তরের অফিসারেরা (বিএলও)। কিন্তু অনেকেই কর্মসূত্রে বাইরে থাকেন? ফলে এনুমারেশন ফর্ম পূরণের জন্য বাড়িতে যদি কেউ না-থাকেন তবে তাঁর জন্য অনলাইনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। যদিও মঙ্গলবার থেকে এই অনলাইন প্রক্রিয়া শুরু হচ্ছে না!

Advertisement

কমিশন সূত্রে খবর, মঙ্গলবার থেকে বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বিএলও-রা। কিন্তু মঙ্গলবার অনলাইনে এনুমারেশন ফর্ম পাওয়া যাবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক আধিকারিক জানান, অনলাইন প্রক্রিয়াটি বাড়তি সুবিধা। তবে কমিশন অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণের সুবিধা দেবে। যদিও প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য মঙ্গলবার থেকে অনলাইনে মিলবে না এই সুবিধা। ওই আধিকারিকের কথায়, ‘‘দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। অনলাইন পরিষেবা শুরু করতে দু’-এক দিন দেরি হতে পারে।’’

মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে এসআইআর শুরু হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন বিএলও-রা। মিলিয়ে দেখা হবে ২০০২ সালের এসআইআর তালিকা। ২০০২ সালের এসআইআর তালিকায় নিজের নাম বা বাবা-মায়ের নাম থাকলে কোনও নথি দিতে হবে না। তা ছাড়াও ১১টি নথি ব্যতীত নাগরিকত্ব প্রমাণ করার যে কোনও নথি দিলেই তা গ্রাহ্য হবে। বিএলও-দের সঙ্গে থাকা এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে ভোটারদের। সিইও দফতর সূত্রের খবর, রাজ্যের ২৯৪টি আসনে ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের কাছে এনুমারেশন ফর্ম যাবে। এর দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হয়েছে।

Advertisement

বিএলও-দের কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে তথ্য থাকবে। তিনি জানেন ওই এলাকার কে কোথায় থাকেন, কর্মসূত্রে কোনও ভোটার বাইরে থাকেন কি না। তাই বিএলও কোনও এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন। তার পরেও কেউ বা কোনও পরিবার খবর না পেলেও অসুবিধা নেই। বিএলও এক বার নয়, প্রত্যেক এলাকায় প্রয়োজনে তিন-চার বার যাবেন। তবে কেউ যদি চান, অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন! কমিশনের ওয়েবসাইট থেকেই ওই ফর্ম পাওয়া যাবে। যদিও মঙ্গলবার থেকে আপাতত সেই ফর্ম অনলাইনে পাওয়া যাবে না। শীঘ্রই অনলাইনের এই পরিষেবা চালু সম্ভব হবে, আশাবাদী কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement