Cossipore

সম্পর্ক ছিন্ন করেছেন প্রেমিকা, কাশীপুরে অস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে চড়াও হলেন যুবক! গ্রেফতার

কাশীপুরের বাসিন্দা ওই তরুণী এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। পেশায় ডেলিভারি কর্মী এক যুবকের সঙ্গে গত বেশ কিছু বছর ধরে সম্পর্ক ছিল তাঁর। এক বছর আগে নানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৮
Share:

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

বছরখানেক আগেই সম্পর্কে ইতি টেনেছেন প্রেমিকা। অভিযোগ, নিত্য তাঁকে উত্যক্ত করছিলেন প্রাক্তন। শেষমেশ ধারালো অস্ত্র নিয়ে প্রাক্তন প্রেমিকার উপরেই চড়াও হলেন যুবক! শনিবার উত্তর কলকাতার কাশীপুরে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার সন্ধ্যায় ওই যুবক আচমকা প্রাক্তন প্রেমিকার বাড়িতে গিয়ে চড়াও হন। বাড়ির সামনেই শুরু হয়ে যায় বাগ্‌বিতণ্ডা। দু’পক্ষের কথা কাটাকাটি শুনে তরুণীর দাদা বাড়ি থেকে বেরিয়ে আসেন। অভিযোগ, তখনই ব্যাগ থেকে কাগজে মোড়ানো কাটারি বার করে তরুণীর দাদাকে আক্রমণের চেষ্টা করেন ওই যুবক। তরুণীর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হতেই বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালান তিনি। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর দু’দিন পেরিয়ে গেলেও এখনও আতঙ্কের রেশ কাটছে না তরুণীর। তিনি জানাচ্ছেন, যুবকের ব্যাগে স্ক্রু ড্রাইভার, ছুরি-সহ নানা অস্ত্র ছিল। ছিল সিঁদুরও!

জানা গিয়েছে, কাশীপুরের বাসিন্দা ওই তরুণী এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। পেশায় ডেলিভারি কর্মী এক যুবকের সঙ্গে গত বেশ কিছু বছর ধরে সম্পর্ক ছিল তাঁর। এক বছর আগে নানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু তার পর থেকেই নানা ভাবে তরুণীকে উত্যক্ত করতে শুরু করেন যুবক। শুরু হয় তরুণীর ছবি তাঁর বন্ধুদের পাঠানো। কখনও বাড়িতে সব জানিয়ে দেওয়ার হুমকি, কখনও আবার তরুণীর কর্মস্থলে গিয়ে অশান্তি করা— এ সব চলছিলই। অভিযোগ, এক বছর আগে তরুণীর অফিসে গিয়ে তাঁর ফোন ছুড়ে ফেলে ভেঙে দেন যুবক। সঙ্গে অ্যাসিড হামলার হুমকিও দেন। তখনও থানায় অভিযোগ দায়ের করেছিলেন তরুণী। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই যে কে সেই। বাধ্য হয়ে তিন দিন আগে তরুণী ফের পুলিশের দ্বারস্থ হন। শনিবারই যুবককে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। কিন্তু থানায় যাওয়ার বদলে উল্টে তরুণীর বাড়িতে গিয়ে চড়াও হন যুবক!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement