ভুটভুটির বাড়তি ভাড়া কমালেন ২ পুর-চেয়ারম্যান

টেন্ডারের সময়ে গঙ্গা পারাপারের ভুটভুটির ভাড়া ছিল তিন টাকা। কোনও নির্দেশিকা ছাড়াই রাতারাতি তা বদলে হল পাঁচ টাকা! গত এক মাস এটাই ছিল কামারহাটির আড়িয়াদহ ঘাট থেকে হুগলির উত্তরপাড়া ঘাটের ফেরি সার্ভিসের ভাড়ার চিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৫ ০০:৩৪
Share:

টেন্ডারের সময়ে গঙ্গা পারাপারের ভুটভুটির ভাড়া ছিল তিন টাকা। কোনও নির্দেশিকা ছাড়াই রাতারাতি তা বদলে হল পাঁচ টাকা! গত এক মাস এটাই ছিল কামারহাটির আড়িয়াদহ ঘাট থেকে হুগলির উত্তরপাড়া ঘাটের ফেরি সার্ভিসের ভাড়ার চিত্র।

Advertisement

যাত্রীরা প্রশ্ন তুললেও সদুত্তর মিলছিল না মাঝি কিংবা টিকিট কাউন্টার থেকে। অবশেষে ভাড়া বাড়ার খবর পেয়ে বেজায় চটলেন দু’পাড়ের দুই পুরসভার তৃণমূল চেয়ারম্যান। তাঁদের দাবি, ‘‘পুরসভার ঘাট হলেও আমাদের অন্ধকারে রেখেই একদল মাঝি ও ভুটভুটি মালিক ভাড়া বাড়িয়েছেন।’’ পরিস্থিতি সামাল দিতে শুক্রবার কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা ও উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব নিজেরাই ফেরিঘাটে দাঁড়িয়ে পুরনো ভাড়ায় ভুটভুটি পারাপার চালু করলেন। ভুটভুটি পারাপারের বরাত পাওয়া সংস্থাকে শো-কজের নোটিসও ঝুলিয়ে দিলেন ঘাটে। কয়েক দিন আগেই ভাড়া বৃদ্ধি নিয়ে ঝামেলার জেরে কোন্নগরে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

পুরসভা সূত্রে খবর, মাস দুয়েক আগে উত্তরপাড়া ও আড়িয়াদহের মধ্যে ভুটভুটি পরিষেবার জন্য টেন্ডার ডাকা হয়। বেলুড়ের এক ব্যক্তি বরাত পান। অভিযোগ, এর পরেই আচমকা ভাড়া বাড়িয়ে দেন মাঝিরা। বিষয়টি জানতে পেরে বরাত পাওয়া সংস্থাকে চিঠি পাঠানো হয়। দুই পুরপ্রধানই বলেছেন, ‘‘পুরসভার সঙ্গে আলোচনা ছাড়া ভাড়া বাড়ানো নিয়ম-বিরুদ্ধ। প্রয়োজনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যাত্রীদের হয়রানি কোনও ভাবেই মানা হবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন