বিজেপির বিরুদ্ধে মামলা

২৫ মে বিজেপির লালবাজার অভিযান কর্মসূচির পর দলের ফেসবুক পেজে পুলিশি নির্যাতনের দলিল হিসেবে এক তরুণের দগ্ধ চেহারার ছবি আপলোড করা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০৪:১২
Share:

প্রতীকী ছবি।

ভুয়ো ছবি পোস্ট করার জন্য বিজেপির সর্বভারতীয় আইটি সেলের আহ্বায়ক অমিত মালব্যর বিরুদ্ধেও এ বার মামলা করল কলকাতা পুলিশের সাইবার অপরাধ শাখা।

Advertisement

২৫ মে বিজেপির লালবাজার অভিযান কর্মসূচির পর দলের ফেসবুক পেজে পুলিশি নির্যাতনের দলিল হিসেবে এক তরুণের দগ্ধ চেহারার ছবি আপলোড করা হয়েছিল। যা মিথ্যা বলে পুলিশে অভিযোগ করে তরুণের পরিবার। তদন্তে নেমে, পুলিশও দেখে যে ছবিটি ভুয়ো। লালবাজারের দাবি, রাজ্য বিজেপির আইটি সেলের ক’জনকে সেই সূত্রে জেরা করার পরেই অমিতের বিরুদ্ধে মামলা করেছে তারা।

গুজরাতের একটি ছবিকে বাদুড়িয়া-কাণ্ডের ছবি বলে চালানোর অভিযোগে ইতিমধ্যেই কলকাতার দু’টি থানায় অভিযোগ দায়ের হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে। ভোজপুরি সিনেমার ছবিকে বাদুড়িয়া-কাণ্ডের ছবি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ভবতোষ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। জাতীয় স্তরের দু’টি টিভি চ্যানেলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

অমিতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘ওটা পুরনো ঘটনা। আমাদের আইটি সেলের পক্ষ থেকে পুলিশের সঙ্গে দেখা করে বলেও আসা হয়েছে যে, ওই দিন অনেক ছবির মধ্যে ভুল করে ওই ছবিটা ঢুকে গিয়েছিল। আর কী করতে পারি?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement