সম্পর্ক মানেনি পরিবার, আত্মহত্যার চেষ্টা ২ ছাত্রীর

দু’টি মেয়ের মধ্যে সম্পর্ক মেনে নিতে পারেনি দুই পরিবার। আপত্তি জানিয়েছিলেন পড়শিদের একাংশও। ঘরে-বাইরে ‘চাপের’ মুখে পড়েই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই তরুণী। দার্জিলিঙের একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় তাদের উদ্ধারের পর এমনই অনুমান পুলিশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ০৩:০৩
Share:

দু’টি মেয়ের মধ্যে সম্পর্ক মেনে নিতে পারেনি দুই পরিবার। আপত্তি জানিয়েছিলেন পড়শিদের একাংশও। ঘরে-বাইরে ‘চাপের’ মুখে পড়েই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই তরুণী। দার্জিলিঙের একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় তাদের উদ্ধারের পর এমনই অনুমান পুলিশের।নিউ ব্যারাকপুরের ওই দুই তরুণী কলকাতারই একটি কলেজের ছাত্রী। সময় মতো তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোয় বেঁচে গিয়েছেন দু’জনেই। একজন আপাতত সুস্থ। অপর জন বিপন্মুক্ত হলেও তার সুস্থ হতে আরও দিন কয়েক লাগবে, জানান চিকিৎসকেরা।

Advertisement

এ দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেল একজন বেশ সুস্থ। নিজেই জানালেন, গত ২১ মার্চ কলেজে যাওয়ার নাম করে টিকিট কাটেন উত্তরবঙ্গ এক্সপ্রেসের। শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেছিলেন। তার পরে দার্জিলিংয়ের হোটেল বুক করে‌ন। দু’দিন দার্জিলিংয়ে ম্যাল, চৌরাস্তা, চকবাজার ঘুরেছেনও। ঘুমের ওষুধ খেলেন কেন? উত্তরে জানান ‘‘আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। তাই ওষুধ খেয়েছি।’’ কেন তাঁরা ঘুমের ট্যাবলেট খেয়েছেন তা কিছুতেই জানাতে চাইলেন না। বললেন, ‘‘ওটা ব্যক্তিগত বিষয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement