দার্জিলিং মেলে বোমাতঙ্ক

জঙ্গি গোষ্ঠীর নাম করে আসা উড়ো ফোনে নবান্নে বোমাতঙ্ক ছড়িয়েছিল সোমবার। তার এক দিন পরেই, বুধবার রাতে বোমাতঙ্ক ছড়াল আপ দার্জিলিং মেলে।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০৪:০৯
Share:

জঙ্গি গোষ্ঠীর নাম করে আসা উড়ো ফোনে নবান্নে বোমাতঙ্ক ছড়িয়েছিল সোমবার। তার এক দিন পরেই, বুধবার রাতে বোমাতঙ্ক ছড়াল আপ দার্জিলিং মেলে। বি-টু কোচে আসনের তলায় একটি বেওয়ারিশ ব্যাগকে ঘিরেই বিপত্তি। যাত্রীরা বিষয়টি টিকিট পরীক্ষককে জানানোর পরে পৌনে ১১টা নাগাদ ডানকুনি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে আটকে দেওয়া হয়। আতঙ্কিত যাত্রীরা নিজেরাই ওই কোচ থেকে নেমে যান। কলকাতা থেকে বম্ব স্কোয়াড গিয়ে দীর্ঘ ক্ষণ তল্লাশি চালায়। কিছুই মেলেনি। ঘণ্টা দেড়েক আটকে থাকার পরে, রাত সওয়া ১২টা নাগাদ ট্রেনটি ফের রওনা হয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন