যুক্তরাষ্ট্রীয় কাঠামোই শক্তি, মত রাষ্ট্রপতির

রাজ্য হোক বা কেন্দ্র— যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনেই যে চলতে হবে, বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে এসে সেই বার্তাই দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ওই সম্মেলনের উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৭ ০৩:১৬
Share:

রাজ্য হোক বা কেন্দ্র— যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনেই যে চলতে হবে, বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে এসে সেই বার্তাই দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ওই সম্মেলনের উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মিলন মেলায় শুক্রবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে বলতে উঠে প্রণববাবু প্রথমে বলেন, ‘‘তৃতীয় শিল্প সম্মেলনের আমন্ত্রণ যখন পাই, মনে হয়েছিল রাষ্ট্রপতি হিসেবে আমার কি এখানে আসা উচিত?’’ তার পরে নিজেই তার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘‘মনে পড়ল, এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে। আর সেটাই দেশের আসল শক্তি। বিশেষ করে, দেশের আর্থিক উন্নয়ন তার উপরেই নির্ভর করে।’’

Advertisement

রাজ্যের হৃত গৌরব ফেরানোর কৃতিত্ব এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেন রাষ্ট্রপতি। তাঁর সাফল্যের হিসেব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজে বাম আমলের আর্থিক বোঝার প্রসঙ্গ তোলেন। রাষ্ট্রপতি কোনও রাজনৈতিক মন্তব্য না করলেও এটা জানিয়েছেন, তিনি অর্থমন্ত্রী হিসেবে দেখেছেন দেনার দায়ে জর্জরিত রাজ্যের অবস্থা। সেখান থেকে রাজ্যে উল্লেখযোগ্য আর্থিক বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। গত ৬-৭ বছরে রাজ্যে লগ্নির প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরি করা গিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। শিল্পবান্ধব নীতির পাশাপাশি রাজ্যের রাজনৈতিক স্থিরতার কথাও বলেছেন।

আর্থিক উন্নয়নে যে তথ্য রাজ্য সরকার দেয়। তাতে সিলমোহরও দিয়েছেন রাষ্ট্রপতি। প্রণববাবুর বক্তব্য, ‘‘রাজ্যের আর্থিক বৃদ্ধির হার উল্লেখ্যোগ্য ভাবে বেড়েছে। কর আদায়ের হারও প্রায় অবিশ্বাস্য বেড়েছে। রাজ্য সরকার অত্যন্ত ভারসাম্য রেখে চলছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন