ক্লাব কোন্দলে ‘কালীঘাট’

শহরের বুকে এর আগে সংঘর্ষ হয়েছে মন্ত্রী ও ডেপুটি মেয়রের অনুগামীদের মধ্যে। এ বার গন্ডগোলে নাম জড়াল মুখ্যমন্ত্রীর ভাই ও ভাইপোদের অনুগামীদের। রাস্তায় নেমে আসা ঝামেলা ঠেকাতে বসাতে হল পুলিশ পিকেট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ০৩:২০
Share:

শহরের বুকে এর আগে সংঘর্ষ হয়েছে মন্ত্রী ও ডেপুটি মেয়রের অনুগামীদের মধ্যে। এ বার গন্ডগোলে নাম জড়াল মুখ্যমন্ত্রীর ভাই ও ভাইপোদের অনুগামীদের। রাস্তায় নেমে আসা ঝামেলা ঠেকাতে বসাতে হল পুলিশ পিকেট।

Advertisement

কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের মধ্যে বালিগঞ্জ সার্কুলার রোডে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (এএইআই) ক্লাবের পরিচালন কমিটির নির্বাচন ২৯ নভেম্বর। কমিটির একটি প্যানেলের সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়। যিনি মুখ্যমন্ত্রীর ভাই। সেই ১২ জনের কমিটিরই অন্যতম সদস্য হিসাবে লড়ছেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও! ওই ক্লাবে রবিবার প্রক্সি ভোট চলাকালীন একটি প্যানেলের এক প্রার্থী ও ক্লাবের অন্য এক জন মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। আকাশের নেপথ্যে আবার সাংসদ অভিষেক আছেন বলেও জল্পনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাবুন। সেখানে একপ্রস্ত ঝামেলা বাধে। দ্রুত চলে আসে পুলিশ। বাবুন অবশ্য আকাশের সঙ্গে কথা বললে তিনি ওই নির্বাচনের সঙ্গে জড়িত থাকার খবর অস্বীকার করেন।

ক্লাবের আশেপাশের দোকানিরা জানান, পেয়ারাবাগান বস্তি থেকে লোকজন এনে গন্ডগোল পাকানোর চেষ্টা হয়েছিল। আকাশ যেমন অভিযোগ অস্বীকার করেছেন, তেমনই অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রেও বলা হয়েছে, ওই নির্বাচনের সঙ্গে তৃণমূল যুব সভাপতির কোনও সম্পর্ক নেই। বাবুনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিতর্ক এড়াতে প্রকাশ্যে নীরব মদনও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন