Samik on Rohingya's

রোহিঙ্গা খোঁজা দলের কাজ নয়, বার্তা শমীকের

পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে নানা দাবি করছেন বিজেপি নানা স্তরের নেতারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৫
Share:

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ফাইল চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানি-পর্ব শুরু হতে চলেছে। তাতে দলের কর্মীদের আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই সূত্রেই তাঁর ইঙ্গিতপূর্ণ বার্তা, রোহিঙ্গা খোঁজার দায়িত্ব রাষ্ট্রের, দলের নয়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে নানা দাবি করছেন বিজেপি নানা স্তরের নেতারা। এই আবহেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার পুরনো নেতা-কর্মীদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শমীক বলেছেন, “কেউ কেউ খুশি হয়ে বলছেন, রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গা খোঁজার দায়িত্ব রাষ্ট্রের। আমরা রাজনৈতিক দল। নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা। তারা দায়িত্ব নিয়ে সেই কাজ করছে। রাজনৈতিক দল হিসাবে আমাদের কাজ সহযোগিতা করা।” পাশাপাশি, কর্মীদের উদ্দেশে শমীকের আহ্বান, “এখন বক্তৃতা, হাততালি দেওয়া, কে কোন পদ পেলেন, তা দেখার সময় নয়। আপনারা কর্মী হিসেবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে এসআইআর-এর কাজে ঝাঁপিয়ে পড়ুন।” রাজ্যের ভোটার তালিকার বিভিন্ন ‘অনিয়মের দৃষ্টান্ত’ তুলে ধরে শমীকের সংযোজন, “শুনানিতে এই সব (অনিয়ম) নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করার দায়িত্ব আপনাদের।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন