State News

বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজে আগুন, উদ্ধার ২২ কর্মী

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ জাহাজের কাছে পৌঁছে যান উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘রাজকিরণ’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ১৪:৪৪
Share:

সাতসকালে বঙ্গোপসাগরের বুকে এমন দৃশ্যই দেখা গেল। —নিজস্ব চিত্র।

বঙ্গোপসাগরে ভাসমান একটি পণ্যবাহী জাহাজে আগুন লেগে বিপত্তি ঘটল। ঘটনার জেরে ওই জাহাজে আটকে পড়েন তার ২২ জন ক্রু-মেম্বার। শেষমেশ উপকূলরক্ষী বাহিনী গিয়ে তাঁদের সকলকেই উদ্ধার করেছে। সামান্য আহত হলেও সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

Advertisement

তবে ঠিক কী কারণে জাহাজে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, স্যান্ডস হেড থেকে ৫৫ নটিক্যাল মাইল দূরে ছিল ‘এমভি এসএসএল কলকাতা’ নামের ওই জাহাজটি। তাতে কন্টেনার বোঝাই করা ছিল। বুধবার রাত ১২টা নাগাদ তাতে আচমকাই আগুন লেগে যায়।

Advertisement

দেখুন ভিডিয়ো

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ জাহাজের কাছে পৌঁছে যায় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘রাজকিরণ’। আকাশপথে নজরদারি চালাতে হলদিয়া থেকে যায় উপকূলরক্ষী বাহিনীর ডরনিয়ার বিমান। প্রাথমিক ভাবে ১১ জনকে উদ্ধার করা হয়। এর পর এ দিন দুপুরে সব ক্রু-মেম্বারকেই উদ্ধার করে নিয়ে আসা হয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে।

আগুনের জেরে ইতিমধ্যেই ওই জাহাজের ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement