Fire

সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে আগুন, শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন

বজবজ শাখায় সন্তোষপুর স্টেশনের কাছে আগুন। স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের পাশে একটি ঝুপড়িতে আগুন লেগেছিল। কী কারণে অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৯:০৩
Share:

সন্তোষপুর স্টেশনে আগুন। নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনের কাছে বিধ্বংসী আগুন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের পাশে একটি ঝুপড়িতে আগুন লাগে। রাত ৮টা ৫ মিনিট নাগাদ দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। যার জেরে ভোগান্তিতে পড়েন অফিসফেরত যাত্রীরা। রাত ৯টা নাগাদ ওই শাখায় ট্রেন চলাচল শুরু হয়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বার বিকট শব্দ শোনা গিয়েছে। হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অন্তত ৩০-৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।

অতীতেও সন্তোষপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্ম লাগোয়া ঝুপড়িতে অগ্নিকাণ্ড ঘটেছিল। ২০১৮ সালে আগুন লেগেছিল ওই ঝুপড়িতে। সে বার শ’খানেক ঝুপড়ি এবং দোকান ভস্মীভূত হয়ে গিয়েছিল। প্রভাব পড়েছিল ট্রেন চলাচলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন