DA Protest

কোথাও পাঠ-পরীক্ষা, বহু স্কুলেই কর্মবিরতি

আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, কর্মবিরতির ডাকে স্কুল স্কুলে ব্যাপক সাড়া মিলেছে। তবে কলকাতার বেশ কিছু স্কুলে প্রতিদিনের মতোই ক্লাস এবং নির্ধারিত পরীক্ষা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৬
Share:

ডিএ-আন্দোলনকারীদের একাংশের দাবি, কর্মবিরতির ডাকে সাড়া মিলেছে বিভিন্ন স্কুলে। কলকাতা-সহ নানা জায়গার বহু সরকারি স্কুলে অবশ্য সোমবার দেখা গিয়েছে পঠনপাঠনের স্বাভাবিক চিত্র। ছবি: সুমন বল্লভ।

হাজিরার নিয়মবিধি না-ভেঙে তাঁরা সোমবার স্কুলে পৌঁছেছেন, ক্লাসেও গিয়েছেন, কিন্তু পড়াননি বলে স্বীকার করে নিয়েছেন বহু শিক্ষক-শিক্ষিকা। কলকাতা-সহ বিভিন্ন জায়গার স্কুলে পঠনপাঠন হয়েছে, নেওয়া হয়েছে পরীক্ষাও। ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে কর্মবরতি করলে সরকার ও মধ্যশিক্ষা পর্ষদের কড়া হুঁশিয়ারির প্রেক্ষিতে এ দিন রাজ্যের স্কুলে স্কুলে ছিল এই মিশ্র ছবি। আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, কর্মবিরতির ডাকে স্কুল স্কুলে ব্যাপক সাড়া মিলেছে। তবে কলকাতার বেশ কিছু স্কুলে প্রতিদিনের মতোই ক্লাস এবং নির্ধারিত পরীক্ষা হয়েছে।

Advertisement

স্কুলে গিয়েও না-পড়িয়ে নিজেদের ঘরে বসে থাকাটা অস্বস্তিকর। তাই শিক্ষকদের গণছুটি নেওয়ার কথা বলেছিল যৌথ মঞ্চ। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী সোমবার বলেন, ‘‘আমার মতো বহু শিক্ষক ছুটি নিয়ে মঞ্চে ছিলেন। বিভিন্ন জেলা থেকে কর্মবিরতি পালন করে ছবি ও ভিডিয়ো পাঠানো হয়েছে। একই ভাবে কর্মবিরতি পালন করব মঙ্গলবার।’’

খড়দহ হাই স্কুলের প্রধান শিক্ষক অলককুমার মণ্ডল বলেন, ‘‘স্কুলে গেলে ক্লাসে যেতেই হবে। বাচ্চাদের শান্ত রাখতে আমরা ক্লাসে গিয়ে বসে ছিলাম। কিন্তু ক্লাস নিইনি।’’ আবার কয়েকটি স্কুলে শিক্ষকেরা ক্লাসে না-যাওয়ায় পড়ুয়ারাই ক্লাস সামাল দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

Advertisement

কলকাতার দ্য খিদিরপুর অ্যাকাডেমির প্রধান শিক্ষক শেখ মহম্মদ সালিহিন জানান, তাঁদের স্কুল হয়েছে অন্যান্য দিনের মতোই। সালিহিন বলেন, ‘‘মঙ্গলবারেও স্কুল করব। তবে ডিএ-র সমর্থনে ব্যাজ পরে ক্লাস নেব।’’

শ্যামবাজারের পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা জানান, তাঁর স্কুলে এ দিন ক্লাসের পাশাপাশি একাদশ শ্রেণির পরীক্ষাও হয়েছে। হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত বলেন, ‘‘মাধ্যমিকে ‘মেন ভেনু’ (মূল পরীক্ষা কেন্দ্র) হচ্ছে আমাদের স্কুল। আমাদের অধীনে ‘সাব-ভেনু’ রয়েছে। কাজের চাপে মাথা তোলার সময় নেই। ভেনুগুলোর অফিসার-ইনচার্জের সঙ্গে যোগযোগ রাখার পাশাপাশি স্কুলের পড়াশোনাও চলেছে পুরোদমে।’’

মঞ্চের শিক্ষকেরা জানাচ্ছেন, মাধ্যমিকের প্রস্তুতির কাজ বুধবার হয়ে যাবে। তাই সোমবারের মতো আজ, মঙ্গলবারেও তাঁরা স্কুলে স্কুলে কর্মবিরতি পালন করবেন। তাঁদের সমর্থনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও এ দিন মঞ্চে উপস্থিত হন। তবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনের পাশাপাশি ক্লাসও হয়েছে কমবেশি। ওয়েবকুটা-র রাজ্য সম্পাদক কেশব ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা কালো ব্যাজ পরে প্রতিবাদ দিবস পালন করেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন