হাই কোর্টের নির্দেশে ছ’বছর পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র হয়ে যাওয়া শিক্ষাকর্মীদের একাংশ সিনিয়রিটি ফিরে পেলেন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কলকাতা হাই কোর্টের নির্দেশে ছ’বছর পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র হয়ে যাওয়া শিক্ষাকর্মীদের একাংশ সিনিয়রিটি ফিরে পেলেন। বিশ্ববিদ্যালয় ২০১৯ সালে ৩৯ জন কর্মীকে পদোন্নতি দিতে গিয়ে ২০১৫ সাল থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়ায় ২০১৬ ও ২০১৮ সালে যে সিনিয়র শিক্ষাকর্মীরা জুনিয়র সুপার পদে উন্নীত হয়েছিলেন, তাঁরা সিনিয়রটি হারান। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত যে শিক্ষাকর্মীরা চাকরিতে যোগ দিয়েছিলেন, তাঁদের টপকে ১৯৯৮ ও ২০০০ সালে যোগ দেওয়া কর্মীরা কর্তৃপক্ষের ভুলে ২০১৫ সাল থেকেই জুনিয়র সুপার পদে উন্নীত হন। ফলে তাঁরা পরবর্তী পদোন্নতিক্রমে ২০২০ সালে ‘সিনিয়র সুপার’ পদে উন্নীত হন। বঞ্চিতরা হাই কোর্টে যান। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুল স্বীকার করেন। সিনিয়রিটি হারানো কর্মচারীদের ২০১৫ থেকে জুনিয়র সুপার ও ২০২০ থেকে সিনিয়র সুপার পদে উন্নীত করার সিদ্ধান্ত লিখিত ভাবে মেনে নেন তাঁরা। মামলাকারীদের তরফে শুভেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘‘এই নির্দেশ সরকারি, সরকার পোষিত সংস্থার কর্মীদের ক্ষেত্রে দৃষ্টান্ত।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে