প্রবেশিকা ছাড়াই ভর্তি নেওয়া হবে বিদেশিদের

উর্দু নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান ফ্লোরেন্ট লিলিভার নামে ফ্রান্সের এক পড়ুয়া। কিন্তু বাদ সেধেছে বিধিনিয়মের ফাঁস। কী ভাবে ফাঁস এড়িয়ে ইচ্ছে পূরণ করা যায়, সেই ব্যাপারে দিশা দেখানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ই-মেল করেছেন উদ্বিগ্ন লিলিভার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ০৩:৩১
Share:

উর্দু নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান ফ্লোরেন্ট লিলিভার নামে ফ্রান্সের এক পড়ুয়া। কিন্তু বাদ সেধেছে বিধিনিয়মের ফাঁস। কী ভাবে ফাঁস এড়িয়ে ইচ্ছে পূরণ করা যায়, সেই ব্যাপারে দিশা দেখানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ই-মেল করেছেন উদ্বিগ্ন লিলিভার।

Advertisement

জার্মান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লীলা মিরন হিন্দি নিয়ে গবেষণা করতে চান কলকাতা বিশ্ববিদ্যালয়ে। হিন্দি ভাষায় লেখা বিভিন্ন বই ফরাসিতে অনুবাদ করার ইচ্ছে তাঁর। কিন্তু এখানেও বাধা সেই নিয়মবিধি। ফলে লিলিভার বা লীলা, কেউ আপাতত ভর্তি হতে পারছেন না এই বিশ্ববিদ্যালয়ে।

প্রচলিত নিয়মবিধি অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে ভিন্‌দেশি পড়ুয়াদের এখানে এসে ভর্তির পরীক্ষা দিতে হয়। অন্য দেশ থেকে এক দিনের জন্য কলকাতায় আসা ব্যয়সাপেক্ষ তো বটেই, বেশ অসুবিধাজনকও। সর্বোপরি প্রবেশিকা পরীক্ষা দিলেই যে ভর্তির সুযোগ মিলবে, তারও কোনও নিশ্চয়তা নেই। সব মিলিয়েই সমস্যায় পড়তে হয় বিদেশি ছাত্রছাত্রীদের। যেমন হয়েছে লিলিভার ও লীলাকে।

Advertisement

মুশকিল আসানে বিদেশি পড়ুয়াদের সুবিধের জন্য ভর্তির পরীক্ষা নেওয়ার নিয়মটাই বাতিল করে দিল বিশ্ববিদ্যালয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহ-উপাচার্য (শিক্ষা) স্বাগত সেন বলেন, ‘‘বিদেশিদের আর ভর্তির পরীক্ষা দিতে হবে না। সেই সঙ্গে তাঁদের জন্য অতিরিক্ত পাঁচ শতাংশ আসন সংরক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে।’’

এ বার তা হলে কী ভাবে ভর্তি হবেন বিদেশিরা? তাঁদের যোগ্যতাই বা যাচাই করা হবে কী ভাবে?

বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, ই-মেল করে বিদেশের ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র পাঠাবেন কর্তৃপক্ষের কাছে। আবেদন ও নথি খতিয়ে দেখে মেধার ভিত্তিতে সংরক্ষিত আসন পূরণ করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে ওই পড়ুয়াকে ভর্তি করা হচ্ছে কি না, সেটা ই-মেলেই জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকবে ভর্তির কাগজপত্র। ভর্তির আগে কোনও বিদেশি আবেদনকারীকেই আর বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না।

পিএইচডি-র জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন যে-নির্দেশ দিয়েছে, সিন্ডিকেটের এ দিনের বৈঠকে ওঠে সেই প্রসঙ্গও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন