বনের রাজার গলায় কলার

বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, তা নিয়ে টানাপড়েন চলতেই পারে। তবে বাঘের গলায় ‘কলার’ পরাতে এ বার কোমর বেঁধে নামছে বন দফতর।সুন্দরবনে বাঘের জীবনযাত্রার উপরে আরও বেশি নজরদারি চালাতে আপাতত চারটি বাঘের গলায় রেডিও কলার পরানো হচ্ছে।

Advertisement

কুন্তক চট্টোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০৩:১৩
Share:

বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, তা নিয়ে টানাপড়েন চলতেই পারে। তবে বাঘের গলায় ‘কলার’ পরাতে এ বার কোমর বেঁধে নামছে বন দফতর।

Advertisement

সুন্দরবনে বাঘের জীবনযাত্রার উপরে আরও বেশি নজরদারি চালাতে আপাতত চারটি বাঘের গলায় রেডিও কলার পরানো হচ্ছে। এই ব্যাপারে বন দফতরের সঙ্গে যৌথ ভাবে কাজ করবে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান দেহরাদূনের ‘ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট’। চলতি মাসেই আসতে পারেন ওই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা।

রেডিও কলার কী? বনকর্তারা জানান, রেডিও কলার একটি বিশেষ যন্ত্র। ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম’ বা জিপিএস প্রযুক্তির মাধ্যমে যার অবস্থান চিহ্নিত করা সম্ভব। বাঘের গলায় এটা থাকলে বন দফতরের অফিসে বসেই বাঘের গতিবিধির উপরে নজর রাখতে পারবেন কর্তারা।

Advertisement

পরিবেশবিদদের আশঙ্কা, বিশ্ব উষ্ণায়নে ক্ষতি হতে পারে সুন্দরবন এবং সেখানকার বাঘেরও। বদলে যাওয়া পরিবেশের প্রভাবে বাঘেদের জীবনযাত্রায় তাল কাটছে কি না, তা বুঝতে দরকার গবেষণা। এবং সেই জন্যই এই বিশেষ নজরদারি। বন দফতরের খবর, সুন্দরবনের বাঘেরা কোন কোন এলাকায় ঘুরছে, দ্রুত বাসস্থান বদলাচ্ছে কি না, তা বুঝতেই কলার পরানো হবে। সেই জন্য বাঘ ধরতে খাঁচাও পাতা হবে সুন্দরবনে।

একটি বাঘ সম্প্রতি কুলতলির কাছে লোকালয়ে ঢুকে পড়েছিল। তাকে ধরে এনে রাখা হয় ঝড়খালির উদ্ধার কেন্দ্রে। ২৫ জানুয়ারি বাঘটিকে অচেতন করে রেডিও কলার পরিয়ে ছেড়ে দেওয়া হয় আজমলমারির কাছের জঙ্গলে। এক বনকর্তা বলেন, ‘‘রেডিও কলার পরানো কোনও বাঘকে এই প্রথম ব্যাঘ্র প্রকল্পের এলাকার বাইরে ছাড়া হল। সেই থেকে সে ওই এলাকাতেই আছে।’’

তবে বন্যপ্রাণীপ্রেমীদের অনেকেই বলছেন, রেডিও কলার পরালে বাঘের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। বন্যপ্রাণীর শরীরে রেডিও কলার পরানোর ব্যাপারে পরিবেশপ্রেমীদের আপত্তিও রয়েছে। বনকর্তারা জানাচ্ছেন, বিভিন্ন মহলের আপত্তির পরিপ্রেক্ষিতে এ বার নতুন প্রযুক্তির রেডিও কলার আনা হয়েছে। সেগুলি বাঘের জীবনযাপনে সমস্যা করবে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতেই সেটি খুলে পড়ে যাবে এক বছর পরে।

এর আগেও কয়েকটি বাঘকে কলার পরিয়ে সুন্দরবনের জঙ্গলে ছাড়া হয়েছিল। সেই সব যন্ত্র থেকে সিগন্যালও মিলত। সেই সিগন্যালে নজরদারির দায়িত্বে থাকা এক বনকর্মীর অভিজ্ঞতা, ‘‘সিগন্যালে দেখলাম, বাঘটি নদী পেরিয়ে বাংলাদেশের সুন্দরবনে ঢুকে পড়ল!’’ এ বার রেডিও কলারের সিগন্যাল কী বার্তা দেয়, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন