তৃণমূলের প্রাথমিক সদস্যপদ-সহ সব পদ থেকে ইস্তফা দিলেন ভাইচুং ভুটিয়া। সোমবার টুইট-বার্তায় ভারতের প্রাক্তন এই ফুটবল অধিনায়ক তৃণমূল-ত্যাগের কথা ঘোষণা করলেও দলের কেউ সে ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবুর বক্তব্য, ‘‘কোথায় কী লিখেছেন, জানি না। দল ছাড়লে দলের কাউকে তো জানাবেন! দলকে উনি কিছু জানাননি।’’
কিন্তু সোশ্যাল মিডিয়ায় এ ভাবে দলত্যাগের ঘোষণার জন্য ভাইচুংয়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে কি না, তা নিয়ে পার্থবাবুর জবাব, ‘‘ভাইচুং তো রাজনীতি করা মানুষ নন। নিজের পেশায় কৃতি মানুষ। কোথায় কী বলেছেন, তার জন্য শৃঙ্খলাভঙ্গের কী অভিযোগ আনব?’’ তবে ভাইচুং যে দলত্যাগ করতে চলেছেন, তা মাসখানেক আগেই তিনি দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন বলে তৃণমূলের একটি অংশের দাবি। তাদের তরফে ভাইচুংয়ের বিষয়টি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোও হয়েছিল বলে তৃণমূল সূত্রের খবর। তবে তাঁর এই দলত্যাগের কারণ কিছু জানা যায়নি। ভাইচুং সিকিমে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর একটি ফোন বন্ধ। অন্য একটি ফোনে পরিবার ছাড়া কারও সঙ্গে কথা বলছেন না।
২০১৪ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবং ২০১৬ সালে শিলিগুড়ি বিধানসভায় ভাইচুংকে প্রার্থী করেছিলেন তৃণমূল নেত্রী। দু’টো ভোটেই অবশ্য হেরে যান এই ফুটবল তারকা। পরপর দু’টি ভোটে হেরে যাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে দলের দূরত্ব বাড়ে। এর পর প্রকাশ্যে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে তিনি তৃণমূল-বিরোধিতা করায় ফাটল আরও বিস্তৃত হয়।