Rohingyas arrested

আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা! হাওড়ার সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার চার রোহিঙ্গা

হাওড়ার সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার এক নাবালক-সহ চার রোহিঙ্গা। রবিবার বিকেলে সাঁতরাগাছি স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁদের গ্রেফতার করে রেল পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

হাওড়ার সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার এক নাবালক-সহ চার রোহিঙ্গা। রবিবার বিকেলে সাঁতরাগাছি স্টেশনের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁদের গ্রেফতার করে রেল পুলিশ। ধৃতদের নাম মহম্মদ আলম (২৩), রিয়াসুল ইসলাম (২০), বেগম দিলবার (৩৪) এবং এক নাবালক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মায়ানমার থেকে দীর্ঘ দিন আগে বাংলাদেশে গিয়েছিলেন চার জন। সেখানে শরণার্থী শিবিরে দীর্ঘ দিন ছিলেন তাঁরা। এর পর গত বছরের শেষের দিকে কাগজপত্র ছাড়াই চোরাপথে ভারতে ঢুকে তাঁরা হায়দরাবাদে পৌঁছে যান। সেখানে কয়েক দিন পরিযায়ী শ্রমিকের কাজও করেন। সম্প্রতি সেখানে কিছু সমস্যা হওয়ায় চার জন ফের বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই কারণেই রবিবার হায়দরাবাদ থেকে সাঁতরাগাছি স্টেশনে এসেছিলেন চার জন।

রেল পুলিশ সূত্রে খবর, ভিড়ের মাঝে চার জনকে দেখে সন্দেহ হওয়ায় তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে বৈধ কাগজপত্র না মেলায় পরে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ধৃতদের সোমবার হাওড়া জেলা আদালতে হাজির করানো হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement