ষষ্ঠ বর্ষপূর্তিতে বাস, অ্যাম্বুল্যান্স

বাসগুলি যাবে কলকাতা থেকে সিউড়ি ও বোলপুর। অ্যাম্বুল্যান্সগুলি বিভিন্ন জেলার পুলিশ-প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০৩:৫১
Share:

শীতাতপ নিয়ন্ত্রিত দু’টি বাস এবং ৫৩টি অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করে শনিবার তাঁর সরকারের ছ’বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। বাসগুলি যাবে কলকাতা থেকে সিউড়ি ও বোলপুর। অ্যাম্বুল্যান্সগুলি বিভিন্ন জেলার পুলিশ-প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

এ দিনে অনুষ্ঠান চলাকালীনই নবান্নের ভিআইপি গেটের পাশ থেকে ধোঁয়া বেরোতে দেখে বক্তৃতা থামিয়ে দেন মমতা। ছুটে যান পুলিশ অফিসারেরা। পরে জানা যায়, গেটের পাশে রাখা একটি জেনারেটর থেকে ধোঁয়া বের হচ্ছিল। পুলিশ তা বন্ধ করে দেয়। বিরক্ত মুখ্যমন্ত্রী ফের বক্তৃতা শুরু করে বলেন, ‘‘পুলিশ এবং পরিবহণ দফতর বড্ড বেশি তাড়াহুড়ো করছে। এতে সমস্যা বাড়ে। আমি যে কাজ করি তা ধীরেসুস্থে সুষ্ঠু ভাবে করার চেষ্টা করি।’’

দ্বিতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে এ দিন রক্তদান শিবির হয় নবান্নে। সেখানে পুলিশ এবং সরকারি কর্মীরা রক্তদান করেন। মুখ্যমন্ত্রী টুইটে বলেন, ‘‘রক্তই জীবন। সরকারের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ২০ মে থেকে সব জেলায় রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে। পুলিশ বাহিনীর সদস্য এবং আমার দলের ভাই-বোনেরা ইতিমধ্যেই ৩০ হাজার বোতল রক্ত দান করেছেন। শীঘ্রই আরও ৩০ হাজার বোতল রক্ত দান করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement