ভর্তিতে ছাত্ররা থাকবে না, ঘোষণা মন্ত্রীর

কলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রে ছাত্র সংসদের কোনও ভূমিকা থাকবে না। শনিবার গড়িয়ার দু’টি কলেজের অনুষ্ঠানে গিয়ে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০৩:৪৮
Share:

কলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রে ছাত্র সংসদের কোনও ভূমিকা থাকবে না। শনিবার গড়িয়ার দু’টি কলেজের অনুষ্ঠানে গিয়ে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

রাজ্যের কলেজে কলেজে অতিরিক্ত পড়ুয়া ভর্তি নিয়ে খুবই বিরক্ত শিক্ষামন্ত্রী। এর সঙ্গে ছাত্র সংসদগুলির যে সরাসরি যোগ রয়েছে তা অতীতে তিনি বলেছেন। এমনকী এর পেছনে আর্থিক লেনদেনের সম্ভাবনার উল্লেখও তিনি করেছেন।

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির অধিকাংশেই এখন শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) রমরমা। শিক্ষামন্ত্রীর বক্তব্য— ছাত্র সংসদের কাজ ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষকে সাহায্য করা। ভর্তির তালিকা তৈরি করা ছাত্র সংসদের কাজ নয়। ছাত্রদের নিয়মিত ক্লাস করার উপরও এ দিন শিক্ষামন্ত্রী জোর দেন।

Advertisement

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সেন্ট জেভিয়ার্স কলেজের মডেলে গোটা রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন করার বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে। এই বিষয়ে কিছু দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেওয়া হবে। শিক্ষামন্ত্রীর প্রশ্ন, সেন্ট জেভিয়ার্স, লেডি ব্রেবোর্নের মতো কলেজের পরিবেশ যদি শান্ত থাকতে পারে। অন্য কলেজে কেন পারে না?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন