তৃণমূলের বৈঠক থেকে আজ প্রস্তুতি পঞ্চায়েতের

পুরভোটের সাফল্যকে সামনে রেখেই পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দিতে চাইছে তৃণমূল। কেননা, ইতিমধ্যেই নির্ধারিত সময়ের আগেই পঞ্চায়েত ভোট করার ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে বলে শাসক দলের অন্দরের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০২:৩৯
Share:

পুরভোটের সাফল্যকে সামনে রেখেই পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দিতে চাইছে তৃণমূল। কেননা, ইতিমধ্যেই নির্ধারিত সময়ের আগেই পঞ্চায়েত ভোট করার ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে বলে শাসক দলের অন্দরের খবর। ফলে ত্রিস্তর পঞ্চায়েতের তৃণমূল স্তর থেকে কর্মীদের উজ্জীবিত করতে আজ, শুক্রবার তৃণমূল ভবনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিশা দেখাতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর।

Advertisement

তবে শুধুমাত্র পঞ্চায়েত ভোটের প্রস্তুতিই নয়, দলকে সর্বতোভাবে উজ্জীবিত ও সংগঠিত করতে সাংগঠনিক কিছু রদবদলেরও সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। সাতটি পুরসভার ভোটের ফলাফলে স্পষ্ট যে বিজেপি ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে এ রাজ্যে। একই সঙ্গে কংগ্রেস বা সিপিএম ক্রমশ শক্তি হারাচ্ছে। বিরোধী কংগ্রেস-সিপিএমের হারানো জমি যাতে কোনও ভাবেই বিজেপি দখল করতে না পারে, সে জন্য ব্লক স্তর থেকেই দলীয় সংগঠনের শক্তিবৃদ্ধিতে তৃণমূল নেত্রী আরও জোর দিতে চাইছেন।

তাই কলকাতা-সহ সব জেলায় তৃণমূলের অধীনে থাকা পুরসভাগুলির কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদেরও এই বৈঠকে ডাকা হয়েছে। দলের বিধায়ক, সাংসদদের পাশাপাশি জেলা সভাপতি, জেলা সভাধিপতি এবং সব শাখা সংগঠনের নেতাদেরও ডাকা হয়েছে। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিতিতে পঞ্চায়েতকে সামনে রেখেই বিজেপি বিরোধিতায় সুসংহত ভাবে লড়াইয়ের দিক্‌নির্দেশ মমতা দিতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর। মন্ত্রীদের দফতরের রদবদল হতে পারে বলে সোমবারই দুই নতুন মন্ত্রীর শপথের দিন ইঙ্গিত দিয়েছেন মমতা। সেই রদবদল সম্পর্কে দলনেত্রী কিছু বলেন কি না, তা নিয়েও জল্পনা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement