করিমপুর তৃণমূলের প্রার্থী কে? শুরু জল্পনা

তিন বছর আগে সিপিএমের শক্ত ঘাঁটি এই করিমপুর বিধানসভা কেন্দ্রে জোট প্রার্থী সিপিএমের প্রাক্তন বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের মহুয়া।

Advertisement

কল্লোল প্রামাণিক

করিমপুর শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ০২:২৯
Share:

মহুয়া মৈত্রর জায়গায় এবার কে। —ফাইল চিত্র।

এলাকার বিধায়ক মহুয়া মৈত্র কৃষ্ণনগর লোকসভা আসনে জিতে সাংসদ হয়েছেন। তাই এবার উপ নির্বাচনের সামনে করিমপুর বিধানসভা কেন্দ্র। বাজার, রাস্তাঘাট কিংবা চায়ের দোকানে লোকসভা ভোটের আলোচনা শেষ হতে না হতেই শুরু হয়েছে করিমপুরে উপ নির্বাচন নিয়ে গুঞ্জন।

Advertisement

তিন বছর আগে সিপিএমের শক্ত ঘাঁটি এই করিমপুর বিধানসভা কেন্দ্রে জোট প্রার্থী সিপিএমের প্রাক্তন বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের মহুয়া। ২০১৬ সালের সেই নির্বাচনে মহুয়া ১৫৯৮৯ ভোটে জয়ী হয়েছিল। মহুয়ার প্রাপ্ত ভোট ছিল ৯০৯৮৯ (৪৬%) এবং সমরেন্দ্রনাথ ঘোষের প্রাপ্ত ভোট ৭৫০০০(৩৮%)। সে বছর বিজেপি প্রার্থী শুভাশিস ভট্টাচার্য ২৩৩০২ (১২%) ভোট পেয়ে লড়াইয়ে অনেক পিছিয়ে ছিলেন। কিন্তু এ বারের লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে কংগ্রেস সিপিএমকে পিছনে ফেলে এগিয়ে এসেছে বিজেপি।

লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই করিমপুর বিধানসভায় এবার তৃণমূলের প্রাপ্ত ভোট ৮৭৫১৩। গত বিধানসভা নির্বাচনের থেকে যা প্রায় সাড়ে তিন হাজার কমেছে। অন্য দিকে বিজেপির ভোট বেড়ে দাঁড়িয়েছে ৭৩১৭৩ অর্থাৎ বিধানসভায় প্রাপ্ত ভোটের থেকে প্রায় পঞ্চাশ হাজার বেশি। সিপিএম-কংগ্রেসের মিলিত ভোট এবার ৩৯৭০৬, যা তিন বছর আগের তুলনায় প্রায় ৩৫ হাজার কমেছে। শতাংশের হিসাবেও বেশ কিছু হেরফের হয়েছে এবারের ভোটে। তৃণমূলের ৪৬ শতাংশ নেমেছে ৪৩-এর নীচে। অন্য দিকে বিজেপির ১২ শতাংশ বেড়ে হয়েছে পঁয়ত্রিশের উপরে। গত তিন বছরে নিজের এলাকায় বিধায়ক হিসাবে অনেক কাজ করলেও ভোট বাড়েনি তৃণমূলের। উল্টে এলাকায় বাড়বাড়ন্ত হয়েছে বিজেপির।

Advertisement

তবে বিজেপির প্রভাব বিস্তারের ইঙ্গিত পাওয়া গিয়েছিল গত বছরের পঞ্চায়েত নির্বাচনের সময় থেক‌েই। সে সময় বিধানসভার করিমপুর ১ ব্লকে আটটি পঞ্চায়েতে ৭০টি গ্রাম পঞ্চায়েত আসনে বিজেপি জয় লাভ করেছিল। তৃণমূলের আসন সংখ্যা ছিল ৬১টি। সিপিএম ২টি ও কংগ্রেস একটিমাত্র আসনে জিতেছিল। তবে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর এবং বিজেপিকে বোর্ড গঠন করতে না দেওয়ার অভিযোগ উঠেছিল। লোকসভা ভোটে মানুষ কিছুটা হলেও সেই ক্ষোভ মিটিয়েছেন বলে স্থানীয়দের একাংশের দাবি।

লোকসভা ভোটে করিমপুর ১ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ভোট পায় ৪০৯৭৫ টি এবং বিজেপির প্রাপ্ত ভোট ৫০৭১৮। অন্য দিকে করিমপুর ২ ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯৩৮৯। সেখানে বিজেপি পেয়েছে ১৭৬০৭ ভোট। এখন উপ নির্বাচনে কোন দল থেকে কে প্রার্থী হতে পারেন, তা নিয়েই চলছে জল্পনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন