‘আপত্তিকর’ পোস্টে বিতর্ক

ওই ছাত্রীর পোস্টকে সমর্থন করার অভিযোগে পড়শি এক যুবককেও আটক করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৫
Share:

—প্রতীকী ছবি।

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত সিআরপিএফ জওয়ানদের সম্পর্কে অপমানজনক ও আপত্তিকর পোস্ট করার অভিযোগে বিরাটির বাসিন্দা এক ছাত্রীকে আটক করল পুলিশ। ওই ছাত্রীর পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় নিন্দা শুরু হয়। ভাইরাল হয়ে যেতেই শুক্রবার রাতে কয়েকশো লোক ওই ছাত্রীর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। পরিস্থিতির অবনতি হতে দেখে নিমতা থানার পুলিশ ওই ছাত্রীর বাড়ি যায় এবং তাকে আটক করে আনে। আপাতত ওই ছাত্রীকে হোমে পাঠনো হয়েছে। ওই ছাত্রীর পোস্টকে সমর্থন করার অভিযোগে পড়শি এক যুবককেও আটক করেছে পুলিশ।

Advertisement

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা প্রসঙ্গে ফেসবুকে দু’টি ‘পোস্ট শেয়ার’ করেছিলেন দুর্গাপুরের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র। হোয়াটস অ্যাপে ‘স্টেটাস আপডেট’ও দিয়েছিলেন। তৃতীয় বর্ষের ওই ছাত্রের বাবার অভিযোগ, এ জন্য হস্টেলেই কয়েক জন সহপাঠী নিগ্রহ করেন ছেলেকে। ছাত্রের বাবা জানান, শনিবার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়ে ই-মেল (এর সত্যাসত্য আনন্দবাজার যাচাই করেনি) করেছেন।

সংশ্লিষ্টেরা অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির এক কর্তা বলেন, ‘‘বাইরে রয়েছি। খোঁজ নেব।’’ প্রতিষ্ঠানের ডিন (স্টুডেন্টস ওয়েলফেয়ার) দাবি করেন, ‘‘হস্টেলে কিছু ঘটলে জানানো হয়। শুক্রবার তেমন কিছু ঘটেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement