Darjeeling Unrest

রাজনাথের আশ্বাস, পাহাড়ে অনশন তুলল যুব মোর্চা

গত ২১ জুলাই থেকে তাঁদের লাগাতার অনশন চলছিল। এর ফলে পাহাড়ে উত্তেজনার পারদ কিছুটা নামল বলে মনে করা হচ্ছে। যদিও এ দিন যুব মোর্চা নেতা বিনয় তামাঙ্গ অনশন প্রত্যাহারের কথা জানিয়ে বলেন, ‘‘আন্দোলন থেকে আমরা পিছু হটছি না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ১৮:২৭
Share:

বিমল গুরুঙ্গ।

পাহাড়ের দলগুলির সঙ্গে রবিবার বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। পাহাড় পরিস্থিতির সমাধান সূত্র বের করাই ছিল বৈঠকের মূল লক্ষ্য। তার পরেই সোমবার অনির্দিষ্ট কালের অনশন থেকে সরে এলেন গোর্খা যুব মোর্চার নেতারা। এ দিন বিকেল চারটে নাগাদ অনশন প্রত্যাহার করেন তাঁরা। গত ২১ জুলাই থেকে তাঁদের লাগাতার অনশন চলছিল। এর ফলে পাহাড়ে উত্তেজনার পারদ কিছুটা নামল বলে মনে করা হচ্ছে। যদিও এ দিন যুব মোর্চা নেতা বিনয় তামাঙ্গ অনশন প্রত্যাহারের কথা জানিয়ে বলেন, ‘‘আন্দোলন থেকে আমরা পিছু হটছি না।’’

Advertisement

আরও পড়ুন:ডাক পেলে সবার কথাই শুনবে মোর্চা

আরও পড়ুন: বন্ধ তুলুন, মোর্চাকে দিল্লি

Advertisement

রবিবারের বৈঠকে মোর্চা নেতাদের বন্‌ধ ও অনশন তুলে নিতে অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে মোর্চা ও সহযোগী দলগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেন রাজনাথ। কেন্দ্রীয় সরকারের তরফে কিছুটা আশ্বাস পাওয়ার পর এ দিন মোর্চা নেতারা সুর নরম করলেন বলেই মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement