State News

বন্‌ধ তুলতে গুরুঙ্গদের উপর চাপ বাড়াচ্ছে জিএনএলএফ, জাপ

জিএনএলএফের কেন্দ্রীয় কমিটির নেতা নীরজ জিম্মা তো সাফ জানালেন, এখন বন্‌ধ পাহাড়ের বাসিন্দাদের কাছে যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের সঙ্গে বৈঠকের পরে বন্‌ধ তুলে নেওয়া উচিত বলেও তিনি মনে করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ১৬:৩২
Share:

নবান্নে বৈঠক সেরে পাহাড়ে ফিরলেন হরকা বাহাদুর ছেত্রী। ছবি: বিশ্বরূপ বসাক।

দ্রুত বন্‌ধ প্রত্যাহারের সিদ্ধান্ত হবে, এই আশা নিয়েই পাহাড়ে উঠলেন নবান্নের বৈঠক থেকে ফেরা পাহাড়ের নেতারা। জিএনএলএফ এবং জাপ নেতারা বুধবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছে দার্জিলিং রওনা হয়েছেন। দু’দলের নেতারাই আশা করছেন, উত্তরকন্যায় পরের বৈঠকের আগে বন্‌ধ প্রত্যাহার হয়ে যাবে।

Advertisement

জিএনএলএফের কেন্দ্রীয় কমিটির নেতা নীরজ জিম্মা তো সাফ জানালেন, এখন বন্‌ধ পাহাড়ের বাসিন্দাদের কাছে যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের সঙ্গে বৈঠকের পরে বন্‌ধ তুলে নেওয়া উচিত বলেও তিনি মনে করেন।

আরও পড়ুন

Advertisement

গোর্খাল্যান্ড চেয়েও সুর বেশ নরমই

জলমগ্ন মুম্বইয়ে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে নিখোঁজ চিকিত্সক

মোর্চাই পাহাড়ে বন্‌ধ ডেকেছিল। পরে তাতে সামিল হয় অন্য দলগুলোও। এখন দ্রুত সেই বন্‌ধ তুলতে মোর্চার উপর চাপ বাড়ছে। এ দিন বিমানবন্দরে নীরজ বলেন, "রাজ্য বৈঠকে ডেকেছিল। এই প্রথম নবান্নে গিয়ে আমরা আমাদের দাবি সরাসরি জানাতে পেরেছি। একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এক হাতে কিন্তু তালি বাজবে না। রাজ্য এক হাত বাড়িয়েছে। এ বার আমাদের আর এক হাত এগিয়ে দিতে হবে।"

বন্‌ধ অব্যাহত রাখা নিয়ে গুরুঙ্গের মন্তব্যকেও কটাক্ষ করেছেন তিনি। বলেন, "জঙ্গলে বসে কিছু বললে হবে না। টেবিলে আসুন।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন