— প্রতিনিধিত্বমূলক চিত্র।
মাঘের শুরুতেই যেন ঝিমিয়ে পড়েছে শীত। গত কয়েক দিনে তাপমাত্রা শুধুই বেড়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার ভোরে কলকাতার পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে। সেই আবহেই আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে। সরস্বতীপুজোর দিন নতুন করে পারদ না চড়লেও জাঁকিয়ে শীত থাকবে না।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়ে ১৪.২ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশেই থাকবে। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫-১৬ ডিগ্রির ঘরে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। তার পরের কয়েক দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণে পারদ চড়লেও উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারে নেমে আসতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি হয়নি।