Suvendu Adhikari

শুভেন্দুর দোরে হাওয়াই চটি

বিষয়টিকে ‘চূড়ান্ত অসভ্যতা’ বলে উল্লেখ করে শুভেন্দু টেনে এনেছেন বাম-জমানার কথা। বিরোধী দলনেতার বক্তব্য, “এটা শিষ্টাচার-বিরোধী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ০৯:০০
Share:

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

বিধানসভায় সোমবার তাঁর ঘরের সামনে রাখা বেশ কয়েক জোড়া হওয়াই চটি দেখে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এ দিন বিধানসভায় তাঁর জন্য নির্ধারিত ঘরে ঢুকতে গেলে দেখেন দরজার সামনে কেউ বা কারা হাওয়াই চটিগুলি রেখে গিয়েছেন! বিষয়টিকে ‘চূড়ান্ত অসভ্যতা’ বলে উল্লেখ করে শুভেন্দু টেনে এনেছেন বাম-জমানার কথা। বিরোধী দলনেতার বক্তব্য, “এটা শিষ্টাচার-বিরোধী। বারুইপুর থেকে আসা তৃণমূলের নিরাপত্তারক্ষীরা এই কাজ করেছেন। ৩০টা বিধায়ক নিয়ে প্রাক্তন বিরোধী নেতা পার্থ চট্টোপাধ্যায় এই ঘরে বসতেন। বামেরা ২৩৫টা বিধায়ক নিয়েও এই কাজ কখনও করেনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন