ফের পিছল গৌতম কুণ্ডুর জামিনের শুনানি

স্বামীর জামিন হয়ে যাওয়ার আশায় সুপ্রিম কোর্টের এজলাসে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শুভ্রা কুণ্ডু। শেষ পর্যন্ত অপেক্ষাই সার হল। ফের পিছিয়ে গেল গৌতম কুণ্ডুর জামিনের শুনানি। সুপ্রিম কোর্টে আগামী সোমবার ওই মামলার শুনানি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ১৪:৫৫
Share:

স্বামীর জামিন হয়ে যাওয়ার আশায় সুপ্রিম কোর্টের এজলাসে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শুভ্রা কুণ্ডু। শেষ পর্যন্ত অপেক্ষাই সার হল। ফের পিছিয়ে গেল গৌতম কুণ্ডুর জামিনের শুনানি। সুপ্রিম কোর্টে আগামী সোমবার ওই মামলার শুনানি হবে।

Advertisement

রোজ ভ্যালির কর্ণধারের বিরুদ্ধে ইডি আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনের যে ধারায় মামলা করেছে, সেই ধারা প্রযোজ্যই নয় বলে শীর্ষ আদালতে জামিনের আবেদন করেছেন তাঁর আইনজীবী। এ বিষয়ে ইডি-র ব্যাখ্যা চায় সুপ্রিম কোর্ট। এর আগে ১৯ সেপ্টেম্বরের শুনানির সময় ইডি আরও সময় চেয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি পিনাকিচন্দ্র ঘোষ ও আর কে অগ্রবালের বেঞ্চে শুনানির শুরুতে দেখা যায়, ইডি যে জবাব জমা দিয়েছে, তা বিচারপতিদের ফাইলে নেই। ইডি-র তরফে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি আশ্বাস দেন, সোমবারের মধ্যে জবাব ফাইলে চলে আসবে। ওই দিনই শুনানি হবে বলে ঠিক হয়। হতাশ হয়ে আদালত থেকে বেরিয়ে যান ‘মনের মানুষ’-র মতো বেশ কিছু বাংলা ছবির অভিনেত্রী শুভ্রা।

চলতি বছরের ২৫ মার্চ ইডি-র হাতে গ্রেফতারের পর থেকেই গৌতম কুণ্ডু জেলে বন্দি। নিম্ন আদালত ও কলকাতা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গৌতম।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন