Monsoon

উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সতর্কতা, দক্ষিণেও চলবে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখাটি বিহার থেকে এ রাজ্যের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের ওপরে ঘণীভূত হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১৪:২৩
Share:

ফাইল চিত্র

উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সতর্কতা জারি হল। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement

বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী তিন দিন রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। উত্তরের পাশাপাশি ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর এবং দুই ২৪পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতার জন্য তেমন কোনও সতর্কতা নেই। আগামী ২৪ ঘণ্টা এখানে মাঝারি বৃষ্টিপাত হবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখাটি বিহার থেকে এ রাজ্যের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের ওপরে ঘণীভূত হয়েছে। এই দুইয়ের জেরে ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে দাপিয়ে ব্যটিং করবে বর্ষা। প্রতিবেশী বিহার এবং সিকিমেও প্রবল বৃষ্টিপাত হবে।

Advertisement

মঙ্গলবার সকাল থেকেই শহরের মুখ ভার। সকাল থেকেই দুই ২৪ পরগনাতে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহে লাগাতার বৃষ্টির পর রবিবার এবং সোমবারে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গরমও কিছুটা বেড়ে গিয়েছিল।

আরও পড়ুন: অনূর্ধ্ব ১২ শিশু-ধর্ষণে ফাঁসি, বিল পাস লোকসভায়

এ দিন সকাল থেকে কলকাতায় কিছুটা স্বস্তির আবহাওয়া রয়েছে। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে রাস্তার বেহাল দশা ফুটে উঠেছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত। বেহালা থেকে বাইপাস, দমদম থেকে গড়িয়া, সর্বত্রই একই চিত্র। জেলার রাস্তাগুলোর করুণ অবস্থা। বৃষ্টি না থামায় মেরামতির কাজও ব্যহত হচ্ছে। এরই মধ্যে রাজ্য এবং জাতীয় সড়কের উপর দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে রাজ্যবাসীকে।

আরও পড়ুন: অনলাইনে কেনাকাটা করেন? এ বার কোপ পড়তে চলেছে ডিসকাউন্টে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement