West Bengal Weather

নিম্নচাপের জেরে দিনভর বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ভারী বর্ষণ হতে পারে রাজ্যের ১১ জেলায়! সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া

মঙ্গলবার রাজ্যের ১১ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের ছয় জেলায় এবং উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১০:২০
Share:

কলকাতায় বৃষ্টি। —ফাইল চিত্র।

নিম্নচাপের জেরে মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের অন্য জেলাগুলিতেও। মঙ্গলবার রাজ্যের ১১ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও।

Advertisement

বর্তমানে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে। কলকাতা থেকে ৯০ কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে এটি অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে। ফলে বুধবার থেকে নিম্নচাপের প্রভাব কিছুটা কমবে দক্ষিণের জেলাগুলিতে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও। সপ্তাহের বাকি দিনগুলিতেও দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ মঙ্গলবার মোটের উপর মেঘলাই থাকবে। দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকা এবং দিনভর বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি রয়েছে। ফলে বৃষ্টি না-হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায়।

Advertisement

উত্তরবঙ্গের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনি এবং রবিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও সপ্তাহভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ঝড়বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ-ওড়িশা এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। বৃষ্টির জন্য শস্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। জল জমতে পারে নিচু এলাকাগুলিতে। বৃষ্টির সময়ে দৃশ্যমানতাও কমে আসতে পারে। ফলে শহুরে এলাকায় যানজট তৈরি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement