— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাতে অন্ধ্রের উপকূলে কাকিনাড়া বন্দরের কাছে স্থলভাগে আছড়়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। রাতভর তাণ্ডব চলেছে অন্ধ্র ও ওড়িশায়। সঙ্গে ভারী বৃষ্টি। ক্রমে শক্তি হারিয়ে বুধবার ভোরে তা সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে ঝড় না হলেও দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মোন্থার প্রভাবে বুধবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গের বেশির ভাগ জেলা।
আলিপুর জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে গুজরাত উপকূলের কাছে আর একটি শক্তিশালী নিম্নচাপ ঘনাচ্ছে। উত্তর-পূর্ব রাজস্থানেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তবে এগুলি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা কম। আপাতত মোন্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোবে। এর প্রভাবে বঙ্গে ঝড় না হলেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে বেশির ভাগ জেলায়। পাশাপাশি, উত্তাল থাকবে সমুদ্রও। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃষ্টির জেরে উত্তরের পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। ক্ষতি হতে পারে ফসলের।
আগামী দু’দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হবে। তবে উপকূলবর্তী চার জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড়বৃষ্টি চলতে পারে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার)-র আশঙ্কা রয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা কলকাতায়। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত কলকাতায় এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।